Header Ads

Important Information about Bengali New Year-Pohela Boishakh ( বাংলা নববর্ষ - পহেলা বৈশাখ )

All Right Reserved by https://www.pohelaboishakh.ooo



Know Some of the Important Information about Bengali New Year - Pohela Boishakh 

1. O O Boishakh, come, come
Heat breath
Murder rushing
Let's get rid of the garbage of the year
Come on, come on. --- Who is the songwriter?
- Rabindranath Tagore (from nature poetry)

Pohela Boishakh is celebrated - English on April 14th
On 14th April, the decision of celebrating Pahela Baishakh takes effect -
Since 1995 (adopted by Task Force of Bangla Academy)

3. Launcher of Bangla-
Mughal emperor Akbar, 10/11 March 1584. (The combination of traditional hijri inventions of Bengali language by Amir Fateh Ullah Shirazi)

4. The basic foundation of Bengali language - Hijri Seven.

5. The Bengali people were first known - as crop year.

6. Bangabandha was introduced in the year of Akbar's reign.

7. Bangabandera day begins from sunrise.

8. Bangabada is counted - from 5 November 1556 (since the day of Akbar's successor's success)

9. After the conversion from the Christian calendar to 593, it is found to be Bangla.

10. The New Year started the festival of festivals - Chantant 1372 BS, 1965 AD

11. What is the name of the traditional festival of tribal people in the three hill districts of Bangladesh on the occasion of Bengali New Year and Chaitra? -Besachi
Baisu - Tripurad - Tripura
Sa-Sangrai - Marmas
B-Biju - Chakmas
Public holiday since 2017 on this occasion

12. Government holiday announced in Bangla New Year -
Since 1954 (Source: Shahaduzzan Khan Bangla Academy)

13. Name of the star associated with Boishakh - Vishakha

14. National Sanctions of Bangladesh - Bangla Seven

15. The biggest festival of the mountains - Vaisabi.

16. The first season of Bengali literature brings consciousness -
Rabindranath Tagore.

17. "Bangla Calendar Management Committee" -
It is named as - Shahidullah Committee.

18. Bangla calendar reform initiatives are taken -
Meghnath Saha's recommendation.

19. In the official document of independent Bangladesh, started writing, signing and introducing date notes in Bengal -
The then Prime Minister Tajuddin Ahmed

20. When official instruction was issued for writing Bengali words and dates along with English in official activities? -
January 1, 1987.
In conjunction with the international law from 1 Bao Baak of Bangla 1402, Bangla Academy introduced the date calculation date from 12 noon to the date of calculation from the sunrise. (Detailed Bengali Wikipedia)
.
The Mangal procession was first launched in 1989 by the Faculty of Fine Arts of Dhaka University. It is known that the name of the first year was a joyous procession. Since 1996, the procession has been named the Mangal procession. In response to the request of the Ministry of Cultural Affairs, on 30 November 2016 UNESCO added the Mangal procession to the list of important intangible cultural heritage.
.
Only after the Muslim League was overthrown in the general election of East Bengal in 1954, the United Front Government and its Chief Minister AK Fazlul Haq declared a New Year anniversary and gave a clear direction to the nationalization of Bengalis and Bangali nationalism, and in that year Bangali celebrated its New Year with great enthusiasm.

In 1967. Muhammad Shahidullah Committee developed the reform proposals of Bangla. It is as follows:
1. In general, from Boishakh of Bengali calendar to Bhadra month 31 days per month and from Ashwin to Chaitra month every month will be considered 30 days.
2. The Bengali year that falls in the Gregorian calendar for the year of Falgun will be considered as a supernova.
3. Falgun is considered as 31 days in the last year.
4. According to the international norm, the date changed to 12 o'clock
.
Pohela Boishakh Why is the universal festival?

First Boishakh is our life festival The universality of this festival is remarkable. The origin of most of the calendars in the world is related to some religion, but there is no religious affiliation with the Bengali New Year. Its circulation centers on farming and rent collection. After that, the accounts of the trade and commerce were settled. Now Pohela Boishakh is the universal cultural joy of all Bengalis. The festival of life of all the people of the Bengal land, in the form of religion and community.


Translation in Bangla


বাংলা নববর্ষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

=======================================
1. এসো হে বৈশাখ, এসো এসো
তাপস নিঃশ্বাস বায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক
এসো এসো. --- গানটির গীতিকার কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর( প্রকৃতি কবিতা থেকে)

2. পহেলা বৈশাখ পালিত হয়- ইংরেজি ১৪ই এপ্রিল তারিখে
১৪ই এপ্রিল পহেলা বৈশাখ পালনের সিদ্ধান্ত কার্যকর হয়-
১৯৯৫ সাল থেকে(বাংলা একাডেমির টাস্ক ফোর্স কর্তৃক গৃহীত)

3. বাংলা সনের প্রবর্তক-
মুঘল সম্রাট আকবর, ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ।( প্রচলিত হিজরী সনের সাথে সমন্বয় করে আমীর ফতেহ উল্লাহ শিরাজী এ বাংলা সনের উদ্ভাবন করেন)

4. বাংলা সনের মূল ভিত্তি - হিজরি সন।

5. বাংলা সন প্রথমে পরিচিত ছিল- ফসলি সন হিসাবে।

6. আকবরের রাজত্বের ঊনিশতম বর্ষে বঙ্গাব্দ প্রবর্তিত হয়।

7. বঙ্গাব্দের দিন শুরু হয় সূর্যোদয় থেকে।

8. বঙ্গাব্দ গণনা করা হয়- ৫ নভেম্বর ১৫৫৬ সাল থেকে( আকবরের সিংহাসন লাভের দিন থেকে

9. খ্রিস্টীয় সাল হতে ৫৯৩ বিয়োগ করলে বাংলা সন পাওয়া যায়।

10. নববর্ষ বরণ উৎসব শুরু করে -ছায়ানট ১৩৭২ বঙ্গাব্দে ,১৯৬৫ সাল

11. বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের তিন পার্বত্য জেলায় উপজাতীয়দের ঐতিহ্যবাহী উৎসবের নাম কি? -বৈসাবি।
বৈ- বৈসুক -- ত্রিপুরাদের
সা- সাংগ্রাই -- মারমাদের
বি- বিজু - চাকমাদের
এ উপলক্ষ্যে ২০১৭ সাল থেকে সরকারি ছুটি

12. বাংলা নববর্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয় -
১৯৫৪ সাল থেকে( সুত্র: শাহাদুজ্জান খান বাংলা একাডেমি)

13. বৈশাখ নামের সাথে জড়িত নক্ষত্রের নাম- বিশাখা।

14. বাংলাদেশের জাতীয় সন - বাংলা সন।

15. পাহাড়ীদের সবচেয়ে বড় উৎসব- বৈসাবি।

16. বাংলা সাহিত্যে প্রথম ঋতু চেতনা নিয়ে আসেন -
রবীন্দ্রনাথ ঠাকুর।

17. “বাংলা পঞ্জিকা সংস্কার কমিটি”-
আখ্যায়িত করা হয় - শহীদুল্লাহ কমিটি নামে।

18. বাংলা ক্যালেন্ডারের সংস্কার উদ্যোগ নেয়া হয় -
মেঘনাথ সাহার সুপারিশের ভিত্তিতে।

19. স্বাধীন বাংলাদেশের সরকারি নথিতে বাংলায় নোট লেখা , সই করা এবং তারিখ প্রদানের প্রথা চালু করেন -
তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ

20. সরকারি কাজকর্মে ইংরেজি সালের পাশাপাশি বাংলা সন ও তারিখ লেখার জন্য সরকারি নির্দেশ কবে জারি করা হয়?-
১ জানুয়ারি ১৯৮৭।

বাংলা ১৪০২ সালের ১ লা বৈশাখ থেকে আন্তর্জাতিক নিয়মের সাথে সামঞ্জস্য রেখে বাংলা একাডেমী সূর্যোদয় থেকে তারিখ গণনা রীতি পরিবর্তন করে রাত ১২ টা থেকে বাংলা দিনের তারিখ গণনার নিয়ম প্রবর্তন করে। (বিস্তারিত বাংলা উইকিপিডিয়াতে)
.
১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের উদ্যোগে সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রার প্রচলন হয়। প্রথমে এর নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ছিল বলে জানা যায়। ১৯৯৬ সাল থেকে এ শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রা নাম দেয়া হয়। বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে গুরুত্বপূর্ণ অধরা (Intangible) সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
.
১৯৫৪ সালের পূর্ব বাংলার সাধারণ নির্বাচনে মুসলিম লীগ উৎখাত হয়ে যাওয়ার পরই শুধু যুক্তফ্রন্ট সরকার ও তার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক বাংলা নববর্ষে ছুটি ঘোষণা করে বাঙালির জাতিগঠন ও বাঙালি জাতীয়তাবাদকে একটি সুস্পষ্ট পথনির্দেশ দান করেন এবং সে বছর বিপুল উৎসাহে বাঙালি তার নববর্ষ উদযাপন করে
.
১৯৬৭ সালে ড. মুহাম্মদ শহীদুল্লাহ কমিটি বাংলা সনের সংস্কার প্রস্তাবনার উন্নয়ন সাধন করেন। তা নিম্নরূপ :
১. সাধারণভাবে বাংলা বর্ষপঞ্জির বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত প্রতিমাসে ৩১ দিন এবং আশ্বিন থেকে চৈত্র মাস পর্যন্ত প্রতিমাসে ৩০ দিন গণ্য করা হবে।
২. গ্রেগরীয় বর্ষপঞ্জির অধিবর্ষে যে বাংলা বছরের ফাল্গুন মাস পড়বে সেই বাংলা বছরকে অধিবর্ষ গণ্য করা হবে।
৩. অধিবর্ষে ফাল্গুন মাস ৩১ দিনে গণ্য হবে।
৪. আন্তর্জাতিক রীতি অনুযায়ী রাত ১২টায় তারিখ পরিবর্তিত হয়
.
পহেলা বৈশাখ কেন সার্বজনীন উৎসব ?
পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এ উৎসবের সর্বজনীনতা অসাধারণ। পৃথিবীতে প্রচলিত অধিকাংশ বর্ষপঞ্জির উৎপত্তি কোনো না কোনো ধর্মের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বাংলা নববর্ষের সঙ্গে ধর্মীয় অনুষঙ্গ নেই। কৃষিকাজ ও খাজনা সংগ্রহের ব্যবস্থাকে কেন্দ্র করেই এর প্রচলন। পরে যুক্ত হয় ব্যবসা-বাণিজ্যের দেনা-পাওনার হিসাব মেটানো। এখন পয়লা বৈশাখ সব বাঙালির সর্বজনীন সাংস্কৃতিক আনন্দ-উৎসব। ধর্ম-সম্প্রদায়নির্বিশেষে বাংলা ভূখণ্ডের সব মানুষের প্রাণের উৎসব।

No comments

Powered by Blogger.