Header Ads

50 Best Pohela Boishakh and Bengali New Year Poem You Can Read!

Pohela Boishakh 1426 (Copyrighted by PohelaBoishakh.ooo)
Read the best & most interesting Poem of Pohela Boishakh and Bengali New Year on this article.
All the poems are collected & its copyrightedFREE 
But you have to remember that you cannot use it in your website.
Reading poem & reciting poem is always very enjoyable.I hope you will like all the poems & enjoy it to read. All the best.
পহেলা বৈশাখের নতুন নতুন কবিতা পড়ুন এবং বাংলা নববর্ষ কে আরো উদ্দীপনাসহ উদযাপন করুন।


50 Best Pohela Boishakh and Bengali New Year Poem

পহেলা বৈশাখের বিভিন্ন কবিতা ও শুভ নববর্ষের কবিতা

1.

New Year New oath

Nurul Islam

Took a year off
A new year came.
The new year is actually later
There is no joy at all,
Let's take the new oath
Restore life.
Sworn oath of life
Go ahead to the target.

When the new year came
Pushing away memories of sorrow,
Masha in the sea of ​​happiness
New pages match.
Start new year
By the worship of the great Lord,
The dreams of establishing peaceful society
Let's move forward.


নতুন বছর নতুন শপথ

নুরুল ইসলাম

একটি বছর বিদায় নিল
নতুন একটি বছর এল।
নতুন বছর আসলে পরে
সবার খুশির অন্ত নেই,
এসো সবাই নতুন শপথ নিয়ে
জীবনকে নতুন করে সাজাই।
জীবন গড়ার দীপ্ত শপথ নিয়ে
লক্ষ্যপানে যাও এগিয়ে।

নতুন বছর এলে
দুঃখ কষ্টের স্মৃতি সব দূরে ঠেলে,
সুখের সাগরে ভাসি মোরা
নতুন পাতা মেলে।
নতুন বছরটি শুরু হোক
মহান প্রভুর ইবাদত দিয়ে,
 শন্তিপ্রিয় সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে
নতুন করে চলো এগিয়ে।

2.

Thinking about Boishakh

Bahar Ullah Bahar

What do I gain if I think about Boishakh?
Boishakh, but what about me?
Boishakh came and took my pocket empty
Nako and Mitali with Boishakh

What you got on the car with you and found
Time and money are all harmless,
Actually, you are heartless
It was a good life without me

There was a dream about you to build life
Now all of what is missing and what?
I do not know if you do not know anything
What else will be your side sitting next to you

What will be the talk about you
Everything will be worthless,
I wish you all be happy
Memories are still on my chest.


বৈশাখ নিয়ে ভাবলে আমার 

বাহার উল্লাহ বাহার

বৈশাখ নিয়ে ভাবলে আমার কি লাভ হবে
বৈশাখ কি আমাকে নিয়ে ভাবে তবে ? 
বৈশাখ এসে আমার পকেট করলো খালি
বৈশাখের সাথে করবো নাকো আর মিতালী।

তোমায় নিয়ে গাড়ী চড়ে কী আর পেলাম
সময় এবং অর্থ কড়ি সব হারালাম,
আসলে তুমি পাষাণ বটে হৃদয়হীনা
ভালোই ছিলো জীবন আমার তোমাকে বিনা।

তোমায় নিয়ে স্বপ্ন ছিলো জীবন গড়ার
এখন আমার সবই মিছে কী আছে আর ? 
আদর যতন নেইতো জানি তোমার কাছে
বসে আর কী লাভ হবে তোমার পাশে।

কী আর হবে তোমায় নিয়ে করে আলাপ
বৃথা যাবে সকল কিছু ব্যর্থ প্রলাপ,
কামনা করি সবার মতো থাক সুখে
স্মৃতিগুলো এখনো আমার আছে বুকে।


3.

Polymorphism Boishakh

Bahar Ullah Bahar

When you return to Boishakh polymorphism
Many people throughout the year were sad,
You are always in love with people
There are many different rajas among the people - Praja.

When Boishakh comes, then the smoke goes down -
Panta, eating hilsa,
The year will return to the end
Boishakh again

You have a day in the noble sheets
Large people buy hilsa at a high price,
All year forget about you
English and Hindi are busy with it.

Boishakh paint your color with your color
At the end of the day you forget that again,
Boishak takes the whole country
At the end of Chaitra Boishakh is quite a lot.


বহুরুপে বৈশাখ 

বাহার উল্লাহ বাহার

বৈশাখ তুমি ফিরে এলে বহুরুপে
সারা বছর অনেক মানুষ ছিলো দু:খে,
তোমায় পেয়ে মানুষগুলো সাজে সদা
সবার মাঝে তফাৎ অনেক রাজা - প্রজা।

বৈশাখ এলে ধুম পড়ে যায় -
পান্তা, ইলিশ খাওয়ার, 
বছর শেষে আসবে ফিরে
বৈশাখ আবার।

আভিজাত্যের চাদরে তুমি একটি দিনের
বড় লোকেরা চড়া দামে ইলিশ কিনে,
সারা বছর তোমার কথা ভুলে থাকে
ইংরেজী আর হিন্দি নিয়ে ব্যস্ত থাকে।

বৈশাখ তোমার বর্ণ নিয়ে রঙ তুলি
দিনের শেষে তোমায় আবার যায় যে ভুলি,
বৈশাখ নিয়ে মাতিয়ে তুলি সারা দেশ
চৈত্র শেষে বৈশাখ এলে লাগে বেশ।

4.

In the attic


Fayzul Mawla Toma



Today, with the death of Pran-Ray,

Hand in hand

It's going to cut an old night.



Coming new day
Keep your eyes wide open
Coming - Ray Boishakh

Today is Bashi, sweet smile
Everyone has shared
There is no room in the house and the anger
New, coming - Ray Boishakh.

চিলেকোঠায়

ফয়জুল মাওলা তমা

আজ প্রান-রে মিলাও প্রানের সাথে
হাতে রেখে হাত
কেটে যাচ্ছে এক পুরাতন রাত।

আসছে নতুন দিন
ঈশান কোনে চোখ মেলে রাখ
আসছে-রে বৈশাখ।

আজ বাজবে বাশি, মধুর হাসি
সবার আছে ভাগ
ঘরের কোনে থাকিস-নে আর রাগ।
নতুন করে, আসছে-রে বৈশাখ

5.

Boishakhi Bangali


Zainul Abedin Touhid

Bengali nation started the year,
With Pohela Boishakh
That's why everybody lives,
About Panta Hils
Throughout the year Karma Polao,
Roast Chicken Biryani
When Boishakh comes after Dhoom,
Spinach
When Boishakh arrives,
Do not want Bengali.
Those who mean foreign rules,
They are Kangali.

বৈশাখী বাঙালি

জয়নুল অাবেদীন তৌহিদ

বাঙালি জাতির বছর শুরু,
পহেলা বৈশাখ দিয়ে।
তাইতো সবাই মেতে থাকে,
পান্তা ইলিশ নিয়ে।
সারা বছর কোরমা পোলাও,
রোস্ট চিকেন বিরিয়ানি।
বৈশাখ এলেই ধুম পরে যায়,
শাক শুটকির কেনাকিনি।
বৈশাখ এলে অভিনয় করে,
চাই না এমন বাঙালি।
বিদেশি নিয়ম মানে যারা,
তারাই হলো কাঙালি।

6.

1st Boishakh


Mustafizur Rahman (Niloy)

The Bengali rituals are all kinds of rituals
The drum and the drum,
In many games,
Pohela Boishakh came back
Today on the first day of Boishakh,
Bangla Nababarshan festival is a moment;
Will play dance fair,
Poetry, forgiveness, fatigue
Bengali culture;
The creation of Bangalis is to create,
Hold on in the heart of Modi.

Tired of poverty,
None of the joy is deprived
Colored pants, earrings, earrings,
Juvenile flower mug flower
Joy came to Boishakhi Fair,
Let all sorrow, trouble,
Today, the Boishakhi fair is celebrated in the village.

Bliss, joy blithe;
Clay dolls, earrings, jute bags,
Fan, fan,
Bamboo Bashy Solar Birds,
Keep snail necklace.
In the city of Muktangan,
Poetry Cultural Program;
Ramna Batamul in Dhaka,
Everybody will sing and dance to sing.
Hilsa Bhaji and Panta Rice,
Brinjal gram palm branch
Be respected for the rainy season.
In the game of nature,
Pohela Boishakh came to visit.


১লা বৈশাখ

মুস্তাফিজুর রহমান (নিলয়)

বাঙালির বর্ষবরণ হরেক রকম 
বাজলো ঢোল আর ঢাক,
নানান খেলায় নাগর দোলায়,
ফিরে এলো পহেলা বৈশাখ।
আজ বৈশাখের প্রথম দিনে, 
বাঙ্গালা নববর্ষ উৎসবের ক্ষণে;
করিবে খেলা পাড়ার মেলা নৃত্য, 
কবিতা আবৃতি, ভুলে জ্বরা-ক্লান্তি
বাঙালি সংস্কৃতি;
বাঙালির কৃষ্টি করতে চাই সৃষ্টি, 
মোদের হৃদয়ে গাঁথা থাক।

দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, 
আনন্দ থেকে কেউ নয় বঞ্চিত।
রঙ্গিন পেড়ে শাড়ি, কানে দুল, 
কিশোরীর খোপায় গাঁদা ফুল।
আনন্দ উল্লাসে বৈশাখী মেলায় এসে, 
সব দুঃখ, কষ্ট,মুছে যাক,
আজ গ্রামে গঞ্জে বইছে বৈশাখী মেলা,
ভাসিয়ে আনন্দ উল্লাসে সুখের ভেলা;
মাটির পুতুল, কানের দুল, পাটের ছিকা, 
তাল পাতার পাখা,
বাঁশের বাশিঁ সোলার পাখি, 
শামুকের মালা গেঁথে রাখ।

শহরজুরে মুক্তাঙ্গনে, 
কবিতা পাঠ সাংস্কৃতিক অনুষ্ঠানে;
ঢাকায় রমনার বটমূলে, 
সবাই নাচবে গাইবে প্রাণ খুলে।
ইলিশ ভাজি আর পান্তা ভাত,
বেগুন ভর্তা কলমি শাখ 
বর্ষবরনের রেওয়াজ হয়ে থাক।
প্রকৃতির খেলায় নাগর দোলায়, 
ঘুরে এলো পহেলা বৈশাখ।

7.

Today is Pahella Boishakh


Sheikh Mohonifiul Islam-Palash

Happy New Year again in all
Bengali-1426-Pohela Boishakh,
Let's spread this joy in every life
Be happy that you have twelve months.

Today is Pahella Boishakh
Blow the ball,
Panta will be with the ghanta
Today is the favorite of the hilsa fish jul.

How many fairs will be held here in the city
Everyone will celebrate the festival,
Small and big Khoka Khuki will have fun together
It will take many many puffs of color.

আজ হলো পহেঁলা বৈশাখ

শেখ.মোঃনিফাইউল ইসলাম-পলাশ

এলো আবার সবার মাঝে শুভ নববর্ষ
বাংলা-১৪২৬-পহেলা বৈশাখ,
ছড়িয়ে যাক প্রতিটি প্রাণে প্রাণে এই আনন্দ
এমন খুশি বারো মাস থাক।

আজ হলো পহেঁলা বৈশাখ
বাজবে ডাক ঢোঁল,
পান্তা ভাঁতের সাথে থাকবে
আজ সবার প্রিয় ইলিশ মাছের জুল।

শহরে গ্রামে বসবে আজ কতো রকম মেলা
প্রাণ ভরে করবে সবাই উৎসব,
ছোট-বড় খোকা খুকি এক সাথে করবে মজা
রঙ নিয়ে করবে কতো শত কলরব।

8.

Anniversary


Enayet Kabir

Pohela Boishakh is here today,
There is no work of joy all day.

Pita paisa Chepapanta or Hilsa fish
Today, in the first half of the day, we eat
Alatpaye Boishakshasaj is very early in the morning
All day Matao Sadadin Thousand Suratuli

There will be artist poets at the festival of the year
Poetry music dance and joy rejoices.

Pitching the city in the street from the street
Everyone wishes to welcome the coming year.

The next day is a good day for all
This float in the first Boishakh joy.

Hey Boishakh Mangli became the light of light
When will you welcome the full month.

9.
বর্ষবরণ

এনায়েত কবীর

এসেছে পহেলা বৈশাখ আজ,
সারাদিন আনন্দ নেই কোন কাজ।

পিঠা পায়েস চেপাপান্তা বা ইলিশ মাছ
কতকি খাব হরেক আজ পহেলা বৈশাখে
আলতপায়ে বৈশাখীসাজে খুব সকালি
সারাদেশ মাতোয়া সারাদিন হাজার সুরতুলি।

বর্ষবরণ আসরে শিল্পী কবিরা থাকবে মেতে
কবিতা গান নাচ আর আনন্দ উল্লাস করে।

গায়ের মেঠো পথ হতে শহরে পিচ ঢালাতে
সবাই কাম্যতা আগামী বর্ষকে স্বাগত জানাবে।

আগামীর দিনগুলি সবারি হউক মংগলময়
পহেলা বৈশাখ আনন্দেতে এই ভাসনা রয়।

এস হে বৈশাখ মংগলি আলোর দিশারী হয়ে
আসিবে যখন দিব ফুলমালা স্বাগত জানিয়ে।

10.

The first of Boishakh


Mizanur Rahman

New Year's new decoration
Today is a daylight,
New Wind in the New Year
Today is the seven-strain barrier.

Boishakh came with old tradition
Shuffle-clear today

Panta Hilsa in the morning
Eating the Bengali minds filled.

Going to the hats, going out
Hatsurara inventory, decorate the store.

The mind of the Bengali people surrounded the dream
New fair to bring with Boishakh

New clothes in new clothes
Footwear, Punjabi, Shari Older Tradics

At the ground in the field of pay-poo badge
The ocean swings are swinging,
Children are laughing, children stunned
Jammat

Buying flute, buying flowers
Laughing at the face of wealthy businessmen.

Nayeer Majhi is calling the bar, bars
In the midst of the darkness,
I'm going to remove the folded palm
Do not move in the stream.

পহেলা বৈশাখ

মিজানুর রহমান

নতুন বছর নতুন সাজ
দিনটা আজ চনমনে ভাব,
নতুন বছরে নতুন হাওয়া
মনটা আজ সাত রঙ্গে বাধা।

বৈশাখ নিয়ে এলো পুরানো রেওয়াজ
ঝেড়ে-মুছে পরিস্কার আজ।

সকাল বেলা পান্তা ইলিশ
খাচ্ছে বাঙালি মন ভরিয়ে।

হাটে যাচ্ছে,গায়ে যাচ্ছে
হাটুরেরা জায়,দোকান সাজাতে।

বাঙালির মন স্বপ্নে ঘেরা
বৈশাখ নিয়ে আচ্ছে নতুন মেলা।

নতুন পোষাকে নতুন সাজ
পা জামা,পাঞ্জাবি,শারি পুরানো রেওয়াজ।

মাঠে ঘাটে পে-পু বাজে
নাগর দোলা দোলন খাচ্ছে,
হাসছে শিশু,কাদছে শিশু
মাঠে ঘাটে ঝম-ঝমাটে।

কিনছে বাঁশি,কিনছে ফুলদানি
ধনাঢ্য ব্যবসাহীদের মুখে হাসি।

নায়ের মাঝি ডাকছে বারে, বারে
মোড়া বসছি নায়ের মাঝে,
যাচ্ছি মোড়া পাল উরিয়ে
নাও চলছে স্রোতের টানে।

Pohela Boishakh 1426 (Copyrighted by PohelaBoishakh.ooo)

11.

The first of Boishakh

Jagalul Hayder MP

Aaj Pohela Boishakh Bangla New Year - 1426 Recognized poems -
Oh, Boishak, you have come so loudly all around so called Hakadak
At the same time, you have to remove all the tiredness and turn away from peace.

Tired of the war, those who inspire you are pointing to peace
They got you in the hope of getting newborn bake.

I salute you again and again
Put on the chest and be quiet for the whole year of Mood.

Do not say lucky Bengali, do not you have Moura with you
Do not see Bangali Awaj your enthusiasm in the jugane on the way

Tomorrow pour out the roar of Boishakhi
Only then will Mora go forward with infinite courage on the chest.

পহেলা বৈশাখ

জগলুল হায়দার এমপি

অাজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ - ১৪২৬ উপলক্ষ্যে স্বরচিত কবিতা -
ওহে বৈশাখ তুমি এসেছ বলে চারিদিকে এতো হৈ চৈ এতো হাকডাক
তোমারি অাগমনে মোরা মুছে ফেলি সকল গ্লানি অার খুঁজে ফিরি শান্তির বাঁক।

জীবন যুদ্ধে ক্লান্ত যারা তোমার পরশে দাও শান্তির ইশারা
পেয়ে তোমায় নব উদ্দ্যমে অাশায় বুক বাঁধে তারা।

সালাম জানাই তোমায় বারে বার ওহে সারথী
বুকে টেনে নাও মোদের সারাটা বছর যেন শান্তিতে থাকি।

অভাগা বাঙ্গালি বলে ফেলে দিও না অাছি মোরা তোমার সাথে
দেখ না বাঙ্গালি অাজ তোমার জয়গানে উচ্ছসিত হয়েছে পথে পথে।

কাল বৈশাখীর গর্জন ফেলে দাও শান্তির পরশ
তবেই মোরা এগিয়ে যাব বুকে নিয়ে অসীম সাহস।

12.

First Boishakh, 1426 Bangla

Nazmus Shakib Joy

Older dusty and lively calendars,
I do not have time to tell.

With your fatigue days,
I'm going to say "goodbye" to me.

Coming "new", welcome,
But do not forget, but remember.

Panta, Hilsa and various substitutes,
"Everything will be done" said the master of the house.

Teenage teenagers and as many as Budo,
Fair will go, Nagaradola will rise.

Today, the tide of joy in the house,
"New" has come so far in Moder's side.

Rum A at the buzzing drum,
Ours is "Pohela Boishakh".

পহেলা বৈশাখ , ১৪২৬ বঙ্গাব্দ 

নাজমুস সাকিব জয়

পুরোনো ধূলিময় আর খসখসে ক্যালেন্ডার ,
জানিয়ে দিচ্ছে সময় আর নেই আমার।

সঙ্গে তোমার ক্লান্তি ভরা দিনগুলো ,
যাচ্ছি চলে "বিদায়" আমায় বলো।

আসিছে "নতুন" করিও সাদরে গ্রহণ ,
তবে, না ভুলিয়া মোরে করিও স্মরণ।

পান্তা, ইলিশ আর নানা পদের ভর্তা ,
"সবই হইবে" বলিয়াছেন বাড়ির কর্তা।

কিশোর কিশোরি আর যত বুডোরা ,
যাইবে মেলা , উঠিবে নাগরদোলা।

ঘরে ঘরে আজ আনন্দের জোয়ারে ,
"নতুন" তাই এসেছে মোদের দুয়ারে।

তাল এ তে ঢুলি বাজিছে ঢাক ,
আমাদের ই সেই "পহেলা বৈশাখ"।

13.
The first is Boishakh

Abu Jafar

The Bengali festival is arranged for many years,
In the game of nature, peeled, the first Boishakh came

Today, on the first day of the festival, the moment of the New Year's celebrations of Bangali;
Doing dance, poems, forgotten fever-fatigues, Bengali culture;
Bangalis need to be created in the form of creation, with respect and respect.

Those
Poverty is plummeted and none of the joy is denied.

Sapphire lace, earrings in ear, mug flower after teenage knife

Come to Boishakhi fair in joy, wash away all sorrow.

Those
Today, the Boishakhi Mela in the village is filled with happiness;
Clay dolls, earrings, jute cloths, rhythm fans,
Bamboo bashing solar bird, keep snail necklace.

Those
In the town of Muktangan, poetry reading cultural program;
In Ramna Batamul in Dhaka, everyone will dance and open their lives.

Hilsa Bhaji and Panta Rice, are celebrated for the New Year.

The Bengali festival is arranged for many years,
In the game of nature, peeled, the first Boishakh came.

এলো পহেলা বৈশাখ

আবু জাফর

বাঙালির বর্ষবরণ নানা আয়োজন, বাজলো ঢোল আর ঢাক,
প্রকৃতির খেলায় নাগর দোলায়, ঘুরে এলো পহেলা বৈশাখ।

আজ বর্ষবরণের প্রথম দিনে, বাঙ্গালীর নববর্ষ উৎসবের ক্ষণে;
করিবে নৃত্য, কবিতা আবৃতি, ভুলে জ্বরা-ক্লান্তি বাঙালি সংস্কৃতি;
বাঙালির কৃষ্টি করতে চাই সৃষ্টি, শ্রদ্ধার সাথে হৃদয়ে গাঁথা থাক।

দারিদ্র্যের নিস্পেষণে জর্জরিত, আনন্দ থেকে কেউ নয় বঞ্চিত।

লালপেড়ে শাড়ি, কানে দুল, কিশোরীর খোপায় পরে গাঁদা ফুল। 

আনন্দ উল্লাসে বৈশাখী মেলায় এসে, সব দুঃখ ধুয়ে মুছে যাক।

আজ গ্রামে গ্রামে বয়ছে বৈশাখী মেলা, ভাসিয়ে সুখের ভেলা;
মাটির পুতুল, কানের দুল, পাটের ছিকা, তাল পাতার পাখা,
বাঁশের বাশিঁ সোলার পাখি, শামুকের মালা গেঁথে রাখ।

শহরে শহরের মুক্তাঙ্গনে, কবিতা পাঠ সাংস্কৃতিক অনুষ্ঠানে;
ঢাকায় রমনার বটমূলে, সবাই নাচবে গায়বে প্রাণ খুলে।

ইলিশ ভাজি আর পান্তা ভাত, নববর্ষের রেওয়াজ হয়ে থাক।

বাঙালির বর্ষবরণ নানা আয়োজন, বাজলো ঢোল আর ঢাক,
প্রকৃতির খেলায় নাগর দোলায়, ঘুরে এলো পহেলা বৈশাখ।

14.

The first of Boishakh

Sharif Abdul Gofran

Night darkness Clouds accumulate in the sky Flashing power The sky is blazing well
Murray, light spreads. Blazer The sound is Scary sound Chest the chest
Words. The sky is heavy Rain, named storm, comes. Shuffle all.

'Come on the day of the harvest, brother
Flyer
I would spend the whole day
Mango jackfruit forest.

Suddenly in the windy gaze
Mango
I am full of flirtation
I could only jump. '

Whenever the diary page is overturned, a year has ended
Not found Now the turnaround time is over. How much success in the last one year
It's time to think about what I've achieved. Exceeding the last year's success,
New Year will take place This question pauses to your young minds
It's about to be found. is not it? Do not look at the days of Chaiti Rojas one after another
Done. Again, we bring good news for the new year
Has been Pohela Boishakh

Today, in the morning of Pohela Boishakh morning to all
How glad you are New Year's delight
The trees are also happy New pages match
They also smile the hut kuti Do not go old years
The new year dawn has laugh again.

How do you feel when the new year comes?
Not so fun! The mind is so furious that all the people

Happy bug bug The heart is filled with joy. So
So we are welcoming the new year.

The same thing all over the face, all right
New Year. We get pleasure from Boishakh,
Likewise, the sky becomes windy. As if
Breathe the world

In the breath of the world, they fly with the wind
Heat. Hot, hot hot Likewise the day
Ends. Comes afternoon. Then in the evening,
Night in the name of darkness. Clouds in the sky

Flashing power The sky blows in joy,
The light spreads. Blazer The sound is Tease
Terrible sound Chested words are heavy
Sky Rain in the name of Comes cyclone. Shuffle
All that makes.

Shuffle new life. Once
The sky ends with the earth cooling its
Festival of the first Boishakh. The month of Chaitra does not end
That's why we think, when will it come?
Our first prefixes Boishakh Wait
Doing so can not be time-consuming. Heavy
Fun this day School holidays Leave home

Routine on the radio. TV shows. Around town
The ceremony is called Ban. Paper on paper,
Stories, poems. As well as the black spectrum calendar.

And the joyous Boishakhi Mela Clay dolls,
Rattan baskets, bamboo flute, beads necklace Scolding
No, there is no advice, only laugh, joy, song!
This day is not really the comparison. Ok you
What can you say?

First Boishakh is the first day of the year. The first
The wings match the day. Boishakh also started the season again.

Boishakh brings new assemblies of the first season.
Boishakh's arrival in the air of Bengal air
Announces. Stir in the lifeless city too.

The river Kalkakali flows through the banks of river, Paban
Bhatiali song by Majhi khantha, and in green kingdom
Our first Boishakh takes us Okay
Can you say, when the Bengali from
New Year begins? Keeping the New Year Today
Not. Two thousand years ago in Mesopotamia
It is known that the New Year was a customary practice.

Then sometime in March again in September
Or New Year was celebrated in December. More
Counting the year from January to January and many more
The first day of January is celebrating New Year.

Nature is seen in all the countries of the world
Time to pass from one stage to another
By performing some rituals and ceremonies,
Wants to mark the time. this
The festival and festival are the New Year.

When is the new year in our country?
 When the summer is hot
Nature is unstable, when rain falls for crop failure
When needed it came with the rains of rain
New Year. We pray for the rain.

Celebrate the ritual ceremony in our country when the New Year comes
They are also quite diverse.
Hulhata, variety songs and joy
Publishing ceremony, climbing fairs etc.
One of the most important.

Country's business community throughout the year
Prepare for it, wait for it.
When Pohela Boishakh came to the open square around the country
Fairs What a joy the fair of the New Year
Bring in Fairs, toys, dugs, lollipops,
Jilpi, sweet everyone's heart. Besides the soil and
Due to the purchase of wood made tools.
Stick game, circus, doll dance, song show
Sit down

So you can understand, the first in Boishak
Why so much joy Every year the first Boishakh
Thus, the new motivation of our life is born
Goes through And we can find it only through this
The joy of living The revival of life struggle

In this day, we wish the new year happiness and peace
And let us get out of the crop. Nature
No more cruel. We want a nice time,
Beautiful day, beautiful night, beautiful society and beautiful
A world Bring that beautiful lady
Bengali New Year

পহেলা বৈশাখ

শরীফ আবদুল গোফরান

রাতের অন্ধকার। আকাশে মেঘ জমে। বিদ্যুৎ চমকায়। আকাশও আনন্দে ঝলকানি
মারে, আলো ছড়ায়। ঝিলিক মারে। শব্দ হয়। ঠাসঠাস ভয়ানক শব্দ। বুক কাঁপানো
শব্দ। ভারী হয় আকাশ। নামে বৃষ্টি, আসে ঝড়। এলোমেলো করে দেয় সব।

‘আম কুড়ানীর দিনে এলে ভাই
উড়– উড়– মনে
সারাটা দিন কাটিয়ে দিতাম
আম কাঁঠালের বনে।

দমকা হাওয়ায় হঠাৎ করে
আমটি পড়তো যবে
আঁজলা ভরে ধরবো বলে
ঝাঁপিয়ে পড়তাম সবে।’

ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে কখন যে একটি বছর শেষ হয়ে গেছে তা মোটেও
টের পাইনি। এখন হিসাব-নিকাশের পালা। গত একটি বছরে কতোটুকু সাফল্য
অর্জন করেছি তাও ভেবে দেখার সময়। গত বছরের সফলতাকে সঙ্গী করেই বরণ
করে নিতে হবে নতুন বছরকে। এ প্রশ্নটি তোমাদের ছোটোদের মনেও খোঁচা
লাগার কথা। তাই না? এই তো দেখো না চৈতি রোদের দিনগুলো একে একে পার
হয়ে গেছে। আবার আমাদের কাছে নতুন বছরের সুসংবাদ বয়ে নিয়ে হাজির
হয়েছে পহেলা বৈশাখ।

আজ পহেলা বৈশাখের সকালটায় সবার কাছে
কতই না আনন্দ লাগছে। নতুন বছরের আনন্দে
গাছেরাও যেন আনন্দিত। নতুন পাতা মেলে
তারাও কুটি কুটি হাসছে। পুরনো বছর যেতে না
যেতেই আবার হেসে উঠেছে নতুন বছরের ভোর।

নতুন বছর এলে তোমাদের কাছে কেমন লাগে?
খুব মজা তাই না! মনটা যেন ফুরফুর করে সবার।

খুশিতে বাগ বাগ। হৃদয় ভরে ওঠে আনন্দে। তাই
তো নতুন বছরকে বরণ করে নিচ্ছি আমরা।

চারদিকে সবার মুখে মুখে একই কথা, শুভ হোক
নববর্ষ। বৈশাখ এলেই আমরা যেমন আনন্দ পাই,
তেমনি আকাশ বাতাসও উতলা হয়ে যায়। যেন
নিঃশ্বাস ফেলে পৃথিবী।

পৃথিবীর নিঃশ্বাসে বাতাসের সাথে উড়ে বেড়ায়
উত্তপ্ততা। গরম, ভীষণ গরম। এমনিভাবে দিনের
শেষ হয়। আসে বিকেল। তারপর সন্ধ্যা নামে,
নামে রাতের অন্ধকার। আকাশে জমে মেঘ।

বিদ্যুৎ চমকায়। আকাশও আনন্দে ঝলকানি মারে,
আলো ছড়িয়ে দেয়। ঝিলিক মারে। শব্দ হয়। ঠাস
ঠাস ভয়ানক শব্দ। বুক কাঁপানো শব্দ ভারী হয়
আকাশ। নামে বৃষ্টি। আসে ঘূর্ণিঝড়। এলোমেলো
করে দেয় সব।

এলোমেলো করে দেয় নতুন জীবন। একসময়
আকাশ দুনিয়াটা ঠান্ডা করে দিয়ে শেষ করে তার
পহেলা বৈশাখের উৎসব। চৈত্র মাস শেষ হতে না
হতেই আমরা ভাবতে থাকি, কখন আসবে
আমাদের আকাক্সিক্ষত পহেলা বৈশাখ। অপেক্ষা
করতে করতে যেন সময় আর ফুরায় না। ভারি
মজা এই দিনে। স্কুল ছুটি। ঘরেও ছুটি।

রেডিওতে অনুষ্ঠান। টিভিতে অনুষ্ঠান। শহরজুড়ে
অনুষ্ঠানের বান ডেকে যায়। কাগজে কাগজে ছড়া,
গল্প, কবিতা। সেই সঙ্গে কালো বর্ণালি বর্ষপঞ্জি।

আর আনন্দময় বৈশাখী মেলা। মাটির পুতুল,
বেতের ঝুড়ি, বাঁশের বাঁশি, পুঁতির মালা। বকুনি
নেই, উপদেশ নেই, কেবলই হাসি, আনন্দ, গান!
সত্যিই এ দিনটির তুলনা হয় না। আচ্ছা তোমরা
কি বলতে পারো কেন এমন হয়?

পহেলা বৈশাখই হলো বছরের প্রথম দিন। পহেলা
ডানা মেলে এদিনে। বৈশাখ আবার ঋতুরও শুরু।

বৈশাখ নিয়ে আসে প্রথম ঋতুর নতুন সমাহার।
বাংলার আকাশে বাতাসে বৈশাখ তার আগমন
ঘোষণা করে। আলোড়ন তোলে নিষ্প্রাণ শহরেও।

পাখির কলকাকলি নদীর তিরতিরে স্রোত, পবন
মাঝির কণ্ঠে ভাটিয়ালি গান, আর সবুজের রাজ্যে
নিয়ে যায় আমাদের পহেলা বৈশাখ। আচ্ছা
তোমরা কি বলতে পারো, কবে থেকে বাংলা
নববর্ষ পালন শুরু হয়? নববর্ষ পালন আজকের
নয়। খ্রিষ্টপূর্ব দু’হাজার সালেও মেসোপটেমিয়ায়
নববর্ষ পালনের রেওয়াজ ছিলো বলে জানা যায়।

তখন কখনো মার্চ মাসে আবার কখনো সেপ্টেম্বর
বা ডিসেম্বর মাসে নববর্ষ পালিত হতো। আরও
অনেক পরে জানুয়ারি মাস থেকে বর্ষ গণনা ও
পহেলা জানুয়ারি নববর্ষ পালন শুরু হয়।

পৃথিবীর সকল দেশেই দেখা যায় প্রকৃতি একটি
পর্যায় থেকে আর একটি পর্যায়ে উত্তরণের সময়
মানুষ কিছু আচার ও অনুষ্ঠান পালনের মাধ্যমে সে
সময়টিকে চিহ্নিত করে রাখতে চায়। এই
আয়োজন আর উৎসবই হলো নববর্ষ। 

আমাদের দেশে নববর্ষ কখন আসে?
 গ্রীষ্মের খরতাপে যখন
প্রকৃতি অস্থির, ফসল ফলাবার জন্য যখন বৃষ্টির
প্রয়োজন তখন সেই বৃষ্টির আবাহনের সঙ্গে আসে
নববর্ষ। আমরা প্রার্থনা করি বৃষ্টি আসুক।

নববর্ষ এলে আমাদের দেশে যে আচার অনুষ্ঠান পালন
করা হয়Ñ তার মধ্যেও রয়েছে বেশ বৈচিত্র্য।
পুণ্যাই হালখাতা, বিভিন্ন ধরনের গান ও আনন্দ
প্রকাশের অনুষ্ঠান, চড়ক মেলা ইত্যাদি এর
অন্যতম।

দেশের ব্যবসায়ী সমাজ সারা বছর এ দিনটির
জন্য প্রস্তুতি নিতে থাকে, অপেক্ষায় থাকে।
পহেলা বৈশাখ এলেই দেশজুড়ে খোলা চত্বরে বসে
মেলা। নববর্ষের এ মেলা কতই না আনন্দ বয়ে
আনে। মেলায় বাঁশি, খেলনা, ডুগডুগি, বাতাসা,
জিলাপি, মিষ্টি সবার মন কাড়ে। এ ছাড়া মাটি ও
কাঠের তৈরি নানা সরঞ্জাম কেনার ধুম পড়ে যায়।
লাঠি খেলা, সার্কাস, পুতুল নাচ, গানের আসর
বসে।

তাহলে তো বুঝতেই পারছো, পহেলা বৈশাখে
কেন এতো আনন্দ। প্রতি বছর পহেলা বৈশাখ
এভাবে আমাদের জীবনধারায় নতুন প্রেরণার জন্ম
দিয়ে যায়। আর এরমধ্য দিয়েই আমরা খুঁজে পাই
বেঁচে থাকার আনন্দ। জীবন সংগ্রামের উদ্দীপনা।

এদিনে আমাদের কামনা নতুন বছরটি সুখ-শান্তি
আর ফসলে ভরে উঠুক আমাদের চাতাল। প্রকৃতি
আর না হোক নিষ্ঠুর। আমরা চাই সুন্দর সময়,
সুন্দর দিন, সুন্দর রাত, সুন্দর সমাজ আর সুন্দর
একটি পৃথিবী। সেই সুন্দরের ধারাই বয়ে আনুক
বাংলা নববর্ষ

15.

Let's see the first Boishakh

Sheikh Akteruzzaman

Let's see the first Boishakh
Renaissance, shaking,
New love binds, ties with

In a new dream,
Good luck with bangladesh.

Please be kind, compassionate,
Let us be free from poverty and misery, let us all go away
Come on, I see, Pohela Boishakh.

As much as violence, hate crime,
Wash and clean, remove all the blame.
Think of wickedness, fullness,
Mamta Tufane in cruel trauma

False cables, flip flops,
Going all the way up.
Come on, come peacefully,
The first of Boishakh.

Birh Bidhah, tormented,
The burning of the carcass, all the hearts.
Wash, go to New York,
Peace with the storm, with cholera
As much as the blurring marks, let's all be erased.

Let's see, all hold hands by hand,
The first of Boishakh.
Great prince, given chain,
Rule of whirl is the rule.

Bari came with the country,
Sujla sulhla, take it on hold
Many haor in rural Bengal
Scent of boro crops

Unfulfilled hope, on your arrival,
The farmers give their hands
Lack of poverty, poverty
Bring it to the distraction.

Haor region, village home,
Let's talk about happiness.
Past days, tragedy,
Grab it, new country.

New dreams, new hope,
Peace breeze
Lost pain, let's forget
In the new arrival, keep in mind.

Sujla Sufla, Sonar Bangla,
Come to the house gold, come home.
In the nostalgia, rule chains,
Today, the new mail
Come on, first Boishakh.

Mercenaries of Bengal, hero soldiers,
The last account bag.
Whatever the loss, the loss of the affair,
Haldhacha open the candy.

Did you see, lost sensation,
Wash and wash everything.
Every time as such, this time,
They forgot the past.

Oo Boishakh,
In my life,
I have seen how many times to come.

How many times will you meet me,
What can you say?
You know, as much as wise,
At this point everyone is ignorant

But why do you feel jealous?
How criminals are wise?
Come on, forget about hesitation,
Get tranquility, let's do with New Year in New Year
Come on, come on, happiness, grace, and sight.

Oftentimes, in the house of Bengal,
In the city slums, village jupri,
They're a little happy and they're screwed
Come on, first Boishakh.

এসো বরণ করি পহেলা বৈশাখ

শেখ আক্তারউজ্জামান

এসো বরণ করি পহেলা বৈশাখ
নবজাগরণ, জাগে শিহরণ,
নব প্রেম্ বাঁধে,দিয়ে বন্ধন।

নতুন স্বপ্নে হয়ে মগ্ন,
নিয়ে বাংলায় শুভ লগ্ন।

মন করে দাও মমতায় পূর্ণ,
দীন ও দৈন্য যাক, সব দূর হয়ে যাক
এসো হে বরণ করি, পহেলা বৈশাখ।

যতো হিংসা,বিদ্বেষ আক্রশ,
ধুয়ে মুছে সাফ করে, দাও সব দোষ।
পাপাচার মনে,পূর্ণতা এনে,
নিষ্ঠুর পাষানে মমতার তুফানে।

লণ্ডভণ্ড করে, উলটে পালটে তারে,
দিয়ে যাও করে সব ঠিকঠাক।
এসো হে এসো,শান্তি বারতা নিয়ে,
পহেলা বৈশাখ।

বিরহ বিদহ,যন্ত্রণা জ্বালায়,
জ্বলে অঙ্গার, যে সকল হৃদয়।
ধুয়ে দিয়ে যাও,নব বরষায়,
প্রশান্তি ঝড়,দিয়ে কলিজায়
যতো জ্বলা দাগ,সব মুছে যাক।

এসো বরণ করি, সকলে হাতে হাত ধরি,
পহেলা বৈশাখ।
মহান স্রষ্ঠার, প্রদত্ত শৃঙ্খল,
নিয়ম আবর্তের ধারা।

বারি নিয়ে এসে,দিয়ে দেশে দেশে,
সুজলা সুফলা করে, তোলো এ ধরা।
গ্রামবাংলার অনেক হাওরে,
বোরো ফসলের ঘ্রাণে।

অফুরন্ত আশা মনে,তোমার আগমণে,
কৃষকেরা হাতে দিন গোণে।
অভাব অনাটন দারিদ্রতা,
দূরকরে আনো স্বচ্ছলতা।

হাওর অঞ্চলের, গ্রামের ঘরেঘরে,
বয়ে যাক খুশির বারতা।
বিগত দিনের,দুঃখু ক্লেশ,
মিটিয়ে দিয়ে গড়ো,নতুনে এ দেশ।

নব স্বপ্ন,নব আশাতে,
শান্তির হাওয়া,করেযাক প্রবেশ।
হারানো ব্যথা,যাক ভুলে যাক,
নব আগমণে,মন ভরে থাক।

সুজলা সুফলা,সোনার বাংলার,
মাঠের সোনা,ঘরে এসে যাক।
নব কল্ললে,নিয়ম শৃঙ্খলে,
এসেছে আজ, নতুনের ডাক
এসো হে পহেলা বৈশাখ।

বাংলার বণিক, বীর সৈনিক,
বিগত হিসাবের থলে।
যা-ই হোক লাভ ক্ষতি,টেনে দিলো ইতি,
মিষ্টিমুখে হালখাতা খুলে।

করলো বরণ,হারানো বেদন,
সব কিছু ধুয়ে মুছে ফেলে।
প্রতি বার যেমন,এবারো তেমন,
অতীতকে তারা গেলো ভুলে।

ওগো বৈশাখ,
আমার জীবনে,আমি যে তোমাকে,
দেখেছি কতো বার আসতে যেতে।

আর কতো বার,দেখা হবে তোমার আমার,
তা কি পারো তুমি বলে দিতে?
পারবেনা জানি,যতই হোক জ্ঞানি,
এ কথায় সবাই অজ্ঞ।

তবে কেনো মনে,হিংসা এনে,
অপরাধী হয় কতো বিজ্ঞ?
এসো তাই, দ্বিধা ভুলে যাই,
প্রশান্তি এনে,নব সনে নব দিনে দিয়ে যাক
এসো, এসো হে, সুখশান্তি বারতার,লক্ষলক্ষ বার।

ঘুরেঘুরে বারে বারে,বাংলার ঘরেঘরে,
শহরের বস্তিতে,গ্রামের ঝুপড়ীতে,
একটু সুখশান্তি তারা খু্ঁজে পাক
এসো হে পহেলা বৈশাখ।

16.

The first of Boishakh

Nitish Halder

First Boishakh for everyone
Panta is not Hilsha,
How much is the price of hilsa fish
Know sure

Someone will eat panta hilsa
With chili powder,
Some people will be sad
Sitting in a sling house.

However?
What will happen to Panta Hilsa?
Laughing loud smile,
Wailing all around,
How many starvation

Just see, I just do not understand how
Helplessness
People are people named
Lost feeling

Panta Hilsa is not wanted,
I'm happy, happy.
First house to house Boishak
Will be a chilly turnover.

পহেলা বৈশাখ

নিতীশ হালদার 

পহেলা বৈশাখ সবার জন্য
পান্তা ইলিশ নয়,
ইলিশ মাছের দামটি কত
জানে গো নিশ্চয়।

কেউবা খাবে পান্তা ইলিশ
লঙ্কা পিয়াজ দিয়ে,
কেউবা দুঃখের হাই ছারিবে
কুঁড়ে ঘরে বসে।

তবে?
কি হবে খেয়ে পান্তা ইলিশ
হেসে অট্ট হাসি,
চারি পাশে হাহাকার করে,
কত শত অনাহারি।

দেখে যাই ,শুধু বুঝিনা কভু
অসহায়ের আকুতি,
মানুষ নামের মানুষ আছি
হারিয়েছি অনুভুতি।

চাইনা এমন পান্তা ইলিশ,
দুঃখির হব সুখে সুখি।
পহেলা বৈশাখে ঘরে ঘরে
হবে চিড়া মুড়ি।

17.
The first of Boishakh

  Khatun Jannat

The first song is to be played in Boishakh
Break the ground in the ground and flutter -
Blizzard, dawn, toothless to buy.
In rice singing song
Mother laughs with her feet;
Dulak Dulk in the golden spoon of gold
Rupali flick of rice rice.
Mou ma Pitta-Paesha's fragrance-uproot
Bengali anniversary.

The river of the river of Pohela Boishakh
Green on both sides of the water in the water
The excitement spreads in the waves,
The companion is in the lap of her bamboo
Bees Chakta Rodda noon.

Listen to the first Boishak song of the wind.
Dry leaf euphony
Beaty bahira look alone in the field
Let's get rid of the deposed diptala,
To win the unknown in emerging minds
Windy brawl, windy brawl ....

Listen to the first Boishak
I can not catch the tone, I can not draw on the line
How much that can say, floats,
I want to fill the ears in the corner.

পহেলা বৈশাখ

   খাতুনে জান্নাত

পহেলা বৈশাখে হোক পালা-পরব গীত
মাটির রাস্তা ভেঙে ভেঙে মেলার বাঁশি –
বাতাশা, নাড়–, কাটাল কেনার ধুম।
ধানভাঙা গানে
মা ভাবীর পায়ে ঢেঁকি নাচুক;
সোনালি তুষের ফাঁকে দুল্কে দুল্কে
আতপ চালের রূপালি ঝিলিক।
মৌ মৌ পিঠা-পায়েশের সুবাস-উজাড়
বাঙালির বর্ষবরণ।

পহেলা বৈশাখে ধর নদীর সংগীত
দু’ধারে সবুজ ছোঁয়া কাকচক্ষু জলে
ছলাৎ ছলাৎ ছলাৎ ঢেউ ছড়িয়ে তরী—
সাথী তার বাঁশঝাড়ের কোলে
মৌমাছির চাকবাঁধা রোদেলা দুপুর।

পহেলা বৈশাখে শোনাও বাতাসের গান।
শুকনো পাতার নূপুরধ্বনি মেখে
তেপান্তর মাঠে একাকী বধুর বিরহী চাহনি
পেয়ে যাক বাঞ্চিতের দীপ্ত দিপালয়,
উঠতি মননে অজানাকে জয় করবার
ঝড়ো তোলপাড়, ঝড়ো তোলপাড়….

পহেলা বৈশাখে শোনাও সে হৃদয়ের গাঁথা
ধরতে পারি না সুরে, আঁকতে পারি না রেখায়
কত কি যে বলে যায়, ভাসিয়ে নিয়ে যায়,
ভরে দিতে চায় কানায় কানায়।

18.

O Boishakh, Come on, Come on

Iliaidh Rahman Rushnie

Welcome O Boishakh, come, come
Boishakh's heartburn, heart warming
The unexpected delight is gone.

Relief comes back to life
Boishakhi color festoon color in color
Bhaktakul came down just like a hill
Run in Palatipath festival organized
Jatagana's premises ever sitting.

Life is alive, energy is in power, in Boishakh.
The branches of Krishnachura and Radhachura tree branches
The colorful wave of red-yellow flowers awakens
Welcome O Boishakh, come, come.

The days of the day left the garbage away
Crying, crying memories, songs
Wither, dirt, drowsiness, severe disorder
It will be cleansed in the hope of the fall
Getting Fulfillment
Welcome O Boishakh, come, come.

হে বৈশাখ, এসো এসো

ইলিয়াছুর রহমান রুশ্নি

স্বাগতম হে বৈশাখ, এসো এসো
বৈশাখের খরতাপে, হৃদয়ের উত্তাপে
বয়ে যায় অনাবিল আনন্দধারা।

কর্মক্লান্ত জীবনে ফিরে আসে স্বস্তি
রঙে রঙে বৈশাখী রঙ্গীন উৎসব বর্নিল
পাহাড়ী ঝর্নার মতই নেমে আসে ভক্তকুল
চলে পালাগান, পুঁথিপাঠ উৎসবে আয়োজনে
কখনও বসে যাত্রাগানের আসর ।

উজ্জীবিত হয় জনপদ জীবনী শক্তিতে, বৈশাখে।
কৃষ্ণচূড়া আর রাধাচূড়া বৃক্ষের শাখায় শাখায়
জাগায় লাল-হলুদ ফুলের রঙিন উচ্ছ্বাস
স্বাগতম হে বৈশাখ, এসো এসো।

ফেলে আসা দিনের আবর্জনা দুর করে
ভুলিয়ে, কাঁদিয়ে যাওয়া স্মৃতি,গান
মুছিয়ে গ্লানি, ক্লেদ, জরা ব্যাধি
শুচি হবে ধরা প্রত্যাশার ফাল্গুধারায়
পূর্নতা পাক প্রাপ্তিতে
স্বাগতম হে বৈশাখ, এসো এসো।

19.

Boishakh I welcome you

Mohammad Bimal Noor Qutubi

Boishak You are the most grim disappointment
Come on in my bangla
I still enjoy
All of you
Do not eat sorrow
Not as much as katara
But you
Let's all

Feathers in the back
Body trade
Lose everything
Save yourself
You have to live big responsibility
Still we all meet you.

Babies are like birds
Gather house shelter
You take it away
But you
Let's all

The broken pain of the mind
How much pressure the chest
Decorate your shoes
Doli delivery
In Ashramala

Boishakh come in my Bengali
Be very helpless
There is nothing to do
Tears grow
Yet your breakdown does not change
This Bengali New Year is a silver coin
Tradition Panta Hilsa in Bengal
Wig
We all are welcome

বৈশাখ করি তোমায় বরণ

মোঃ বিমল নূরে কুতুবী

বৈশাখ তুমি বড় নির্মম হতাশা
আসো আমার বাংলায়
বরণ করি তবুও
তোমাকে সবাই।

না খাওয়া বেদনায়
যতই না কাতরায়
তবুও তোমায়
বরণ করি সবাই।

পেঠের জঠরের জ্বালায়
দেহ ব্যবসায়
সব কিছু হারায়
নিজেকে বাঁচাই
তোমার থেকে বাঁচা হয় বড় দায়
তবুও তোমায় বরণ করি সবাই।

বাবই পাখির মতো
কুড়ো ঘর আশ্রয়
সেও তুমি উড়িয়ে নিয়ে যাও
তবুও তোমায়
বরণ করি সবাই।

মন ভাঙ্গা বেদনায়
বুক যতো চাপরায়
তোমার লাগি সাজাই 
বরণের ডালি
আশ্রুমালায়।

বৈশাখ আসো আমার বাংলায়
হই বড় অসহায়
কিছু করবার নাই
অশ্রু ঝড়ায়
তবুও তোমার ভাঙ্গনের রূপ না বদলায়
এই বাংলা নববর্ষ রূপোময়
ঐতিহ্য বাংলায় পান্তা ইলিশ
নাগর দোলায় 
তোমায় বরণ করি আমরা সবাই।

20.

Dancing open minds
Leave the Halhata Old forgot

Syed Manzoor Imam

The arrival of Boishakh in Chaitra's fate
Hilsa pentas filled all the minds.

Dancing at the Bengali festival
All Bengalis eat all the Bengali pantalis.

The Bengali should be in the boishakh
Listen to the songs of Bengal and leave Jackson.

Leave the Halhata Old forgot
Dance dance dance open minds.

Dress up in different colors today
Sara eve-tease work among the tourists.

Look at the CCTV camera
How to get rid of these troubles?

নাচো মন খুলে 
হালখাতা ফেলে রাখো পুরাতন ভুলে

সৈয়দ মঞ্জুর ইমাম

চৈত্রের বিদায়ে বৈশাখের আগমন 
ইলিশের পান্তায় ভরে ওঠে সব মন ।

নেচে ওঠে বাঙালি উৎসবে মেতে 
ছোটে সব বাঙালি পান্তালিশ খেতে । 

বাঙালি হতে হবে বৈশাখ এলে 
বাংলার গান শুনি জ্যাকসন ফেলে । 

হালখাতা ফেলে রাখো পুরাতন ভুলে 
মিকচার ড্যান্সে নাচো মন খুলে ।

নানা রঙের পোশাকেতে সেজে নাও আজ
ঘোরাঘুরির মাঝে সারো ইভ-টিজ কাজ । 

চেয়ে দেখ চারিদিক সি সি ক্যামেরায় 
এইসব ঝামেলা কেমনে আর সওয়া যায় ?

Pohela Boishakh 1426 (Copyrighted by PohelaBoishakh.ooo)

21.

It's eleven months

Raw khabo at Boishaka
Where you get it,
If you eat a new garment
Do not buy me

Doll pair, silk bracelet
Toys like bhuri bhuri,
Clay pitcher, pot pot
The stone pebbles in the neck

Mirror, thorn brace, eyebrow's Kajal
Powder bowl, lips colorful
I want to give tea,
Otherwise, your house
I will not stay here and know this.

Whatever you want! Come to the fair
Keeping it eleven months,
Now we will go to the fair
If you do not do it will ruin.

রেখেছো এগারো মাস

কাঁচা খাবো এ বৈশাখে
যেথায় পাবো তোমায়,
যদি এক খান নতুন জামা
কিনে না দাও আমায়।

পুতুল জোড়া,রেশমী চূড়ি
খেলনা চাই ভূরি ভূরি,
মাটির কলস,হাঁড়ি পাতিল
লাগবে মালায় পাথর নুড়ি।

আয়না,কাঁটা বেণ,ভ্রু’র কাজল
পাউডার বাটি, ঠোঁট রাঙ্গানী
চা-ই চাই দিবেই আনি,
নইলে আঁড়ি তোমার বাড়ি 
থাকবো না আর এই জানি।

যখন যা-ই চাই ! মেলা আসুক
রেখেছো দেখিয়ে এগারো মাস,
এবার মেলায় যাবোই যাব
না হোলে ঘটাবো সর্বনাশ।

22.

Boishakh

Abu Sufyan Russell

Circling the circular circle,
The start of the new day
Boishakh came again,
So throughout the nature it is going to flow
New Rapture New Life

All the frustration of forgiveness opens
Welcome to the New Year,
The happiness of the river, which is in the heart of the river, is like a loneliness.

Heaven is paralyzed by the calmness of heaven
Flavorful odor of Boishakhi,
Throw the cloud of grief behind
A bird is hoping to fly

Boishakh's Fit is full of new fists,
The old subcutter's armor pounded crushed.

The pain of not being kept in the chest
On this new day, let's release
From the number of new names in the new calendar
We have got invincible vitality.

We,
Rangabo life in the color of Boishakhi
Boishakhi will be filled with happiness.

Permanent Neo New Arrival On This Day
I will all rejoice,
Boishakh's lively Ravi's hot fire
All the evils of the world are burnt in the fire.

বৈশাখ 

আবু সুফিয়ান রাসেল

জলন্ত গোলকটিকে প্রদক্ষিণ করে,
নব্য দিনের সূচনা হয়ে
আবার এসেছে বৈশাখ,
প্রকৃতি জুড়ে তাই যাচ্ছে বয়ে
নতুন প্রাণের নতুন উচ্ছাস।

সকল হতাশাকে ভুলে পরাণ খোলে
করি সবে নববর্ষকে বরণ,
হৃদয় নদীর কূলে এমন সুখের জোয়ার আছড়ে পড়ুক নিতুই ক্ষন।

স্বর্গের শান্তিময় পরশে সিক্ত হয়ে
প্রেমময় গন্ধে গন্ধময় বৈশাখী,
মনস্তাপের মেঘ পশ্চাতে ফেলে
উড়ে বেড়ায় আশা জাগানীয়া এক পাখি।

বৈশাখের মুঠো মুঠো নতুনে মর্ম করি পূর্ণ,
পুরাতন পরাধীনতার বর্ম করি চূর্ণ বিচূর্ণ।

চিত্তপটে রুদ্ধ করে রাখা না পাওয়ার বেদনাগুলোকে
নতুন এই দিবসে দেই চলো মুক্তি,
নব্য দিনপঞ্জিকার চিরচেনা সংখ্যাগুলো থেকে
আহরণ করি অদম্য প্রাণশক্তি।

আমরা,
বৈশাখী রঙে রাঙাবো জীবন
বৈশাখী সুখে ভরাবো ভুবন।

চিরস্থায়ী নব্য এই দিনে নতুনের আগমনে
করবো সবাই আনন্দ,
বৈশাখের বিভাসিত রবির তপ্ত কিরণে
জ্বলে পুড়ে ভষ্মীভূত হোক জগতের সকল মন্দ।

23.

Boishakhi

Burhanuddin

Boishakhi panta bhatai eat in Boishakhey,
Panta firai to bring it to Nun, the same goes with them

Where is the Hilsa? Padma is empty, Jamuna is today Char,
I want to break the Meghna, after the nearby people

Hilsa in two Hazaras, No rivers in the river,
Poured hot water, market drum market

Boishakhya comes in the storm and melting storm,
The turf house disappeared, the house floated in the water

Where is the news of the news of the house of Boishakhi,
Panta Buri Panta Dread That Old Drunk

Today's folklore festivals, named Panta,
To destroy the youth, this is really strange game.

বৈশাখী

বুরহান উদ্দিন

বৈশাখীরা বৈশাখেতে পান্তা ভাতই খায়,
নূন আনতে পান্তা ফুরায়-একথাটি তাদের সাথেই যায়

কোথায় ইলিশ? পদ্মা ফাঁকা, যমুনা আজ চর,
মেঘনা ভাঙ্গে ইচ্ছে মত, কাছের মানুষ পর

দু'হাজারে ইলিশ মিলে, নদীতে নয় বাজারে,
গরম ভাতে পানি ঢেলে, বাজারে ঢোল বাজারে

বৈশাখীদের বৈশাখ আসে ঝড় বাদল আর গ্লানিতে,
কুড়ে ঘরের চালটা উধাও, ঘর ভেসেছে পানিতে

বৈশাখীদের ঘরের খবর, খাওয়ার খবর কই,
পান্তা বুড়ি পান্তা বুড়া মাতাল নাচে ঐ

পান্তা খাওয়ার নাম করে আজ যৌনাচারের মেলা,
যুবসমাজ ধ্বংস করার, এযে সত্যি আজব খেলা|

24.

Hilsa fish who asked to eat?

Al Mamun Mahbub Alam

That's the season
It will be eaten
Panta pepper eats father-grandfather
Why the Hilsa Hilsa!

Dried pepper onions
Basi rice under the water
The oil floats on the griddle
Water comes to the jive.
Seven men's calculations
Hilsa khasata bakash!

ইলিশ মাছ কে খেতে বলেছে?

আল মামুন মাহাবুব আলম

যে মৌসুমে যা
খেতে হবে তা।
বাপ-দাদা খায় পান্তা মরিচ
ইলিশ ইলিশ কেন যে করিস! 

শুকনো মরিচ পিঁয়াজ ডলে
বাসি ভাত সে পানির তলে
সরষে তেল ভাসতে থাকে
জিবে জল আসতে থাকে।
সাত পুরুষের হিসেব নিকাষ
ইলিশ খেয়ে ঘটাস বিকাশ!

25.

In Boishakh

Amaresh Devnath

While talking quietly,
Time is dumb; On the ground!

Come back in time,
Missing in time!

Laughing tears at times
At times, lyrics,
At the time Phagun Palash,
At times, gray pulp

Born at the time; At the time of death,
At the time of tide,
The friend came back in time,
Smiling at times,
At the same time, lament, bitterness,
During the summer, Pausa,
Time, joy, time mourns.

Still thirsting thirst,
Forget the wheel of the cycle of black magic,
Losing self, boasting,
Unlimited courage to lose time
Untouchable leaves are ripe pulses,
Tears, hatred, blood and animals!

If the crown is; Bloodthirsty bath,
What stains will stain, in injustice?
The soil that is wet, the mother is in heaven,
Fresh blood, tears and hatred!
How are you in the name of human?

Bloodthirsty you are in the mask of a man,
Is this your kindness, maternal love?
Mom, you talk, you talk!
Time goes out in the sky,
The cry of the baby and the cry of the aged,
Looking at you at the time,
Times counting; Tears in the eyes

The smell that comes from the whole house,
The child's mind is full of fear,
Calling on the liberal minds to mother
Blue stars in steadfastness in the stars,
Will you be lost, staring in the star?

The blood is falling to the touch of the car,
For whom this storm, tsunami,
Severe earthquake!
When is the time of immortality, Akshay?

Broke repeatedly,
How many history is forbidden, bad odor,
Speaking of the time,
How many stories are lost suddenly
All is silent, niches!

At all times,
What a terrible and brutal,
O man, you are infinite your affection,
The Ganges today administered blood, Bangla malicious,
Baru's smell and silly open rhythm,
Time will talk, over time,
There will be peace,
When there is so much blood in the cry!

Come on in Bengalis of Bengal,
Who is sitting in some way,
He's all gone,
The beginning of the Boishakh!

First of all,
Come back to the last song,
The Ganges flows through the clear stream,
In the lake of proud Bengali,
Renaissance, away from blood,
In the invisible bridge, forget the blood sight,
Joy, Laughter, and Boishakhi songs,
Robi emerges but on new days,
The full moon of Bengal!

বৈশাখে

অমরেশ দেবনাথ

চুপ করেই সময় তার কথা বলে, 
সময়ই বোবা করে রাখে; মাটিতে!

সময়েই ফিরে আসা,
সময়েই হারিয়ে যাওয়া!

সময়েই হাসি কান্না,
সময়েই বিরহ গীতি,
সময়েই ফাগুন পলাশ,
সময়েই ধূসর ডালের কাকুতি।

সময়েই জন্ম; সময়েই মৃত্যু,
সময়েই জোয়ার ভাঁটা,
সময়েই বন্ধুর ফিরে আসা,
সময়েই হাসি ফিরে পাওয়া,
সময়েই বিলাপ, ব্যকুলতা,
সময়েই গ্রীষ্ম সময়েই পৌষ,
সময়েই আনন্দ, সময়েই শোক।

জাগে তবু তৃষ্ণা ক্ষনে ক্ষনে,
কাল চক্রের চাকা ভুলে ব্যকুল চিত্তে,
নিজেরে হারানো হিংসা, দম্ভে,
সময়কে হারাতে অসীম সাহসে,
অসময়ে ঝরে পাতা রিক্ত ডালে,
কান্না, ঘৃনা, রক্ত আর পশুতে!

যদি পরি মুকুট; রক্তগঙ্গার স্নানে,
দাগ কি থাকবেনা কলঙ্কে, অবিচারে?
ভিজেছে যে মাটি, মা মানুষের স্বর্গে,
তাজা রক্ত, চোখের জল আর ঘৃনাতে!
কেমন তুমি মানবীর নামে?

রক্তপিপাসু তুমি মানুষের মুখোশে,
এই কি তোমার মমতা, মাতৃস্নেহ?
মা তুমি কথা বল, তুমি কথা বল!
সময় যাচ্ছে চলে অস্ত আকাশে,
শিশুর কান্না আর বৃদ্ধার আর্তনাদে,
সময় তাকিয়ে তোমার দিকে,
সময়েরই গুনে; চোখের জলে।

ঐ যে পুরা ঘর থেকে আসছে বারুদের গন্ধ,
শিশুর নির্মল মন ভয়ে ত্রস্ত, 
মাকে ডাকছে উদার চিত্তে,
নীল আকাশের তারার মাঝে অপলক চেয়ে,
তুমি কি হারিয়ে যাবে, খসে পরা তারাতে?

কার স্পর্শ পেতে ঝরছে এ রক্ত,
কার জন্য এই ঝড়, সুনামী,
প্রলয়ঙ্ককর বিরাট ভূমিকম্প!
মসনদ্ কবে থেকেছে অমর, অক্ষয়?

ভেঙেছে বারবার দাগে,
কত ইতিহাস নিষিদ্ধ, দুর্গন্ধ তাতে,
সময় কথা বলে বোবা লাশের মুখে,
কত গল্প হঠাত হারিয়ে যায়,
সব কেমন নীরব, নি:স্তব্দ! 

সময়ে কি বিকোয় সব, 
কি ভয়ানক আর নৃশংস,
মানবী তুমি, অসীম তোমার স্নেহ,
গঙ্গা আজ রক্তে স্নাত, বাংলা দূষিত,
বারুদের গন্ধ আর শ্রীহীন খোলা ছন্দ,
সময় কথা বলবে, সময়ের গুনে,
শান্তি কি থাকবে সেখানে,
যখন এত রক্ত বইছে ক্রন্দনে!

এসো সবে বাংলার বাঙালীতে,
কে কোথায় কোন ভাবে বসে আছে,
সে সব বাদ, 
শুরু হউক পয়লা বৈশাখ!

প্রথমত যে বাংলাকে চেয়েছি,
আসুক ফিরে শেষের গানে,
গঙ্গা চলুক বহে নির্মল স্রোতে,
গর্বিত বাঙালীর হ্রদয় জয়ে,
নবজাগরনে, রক্ত থেকে দূরে,
অদৃশ্য সেতুতে, রক্তচক্ষু ভুলে,
আনন্দ, হাসি আর বৈশাখী গানে,
রবির উদয় তবে নুতন দিনে,
মহামিলনের পূর্ণতীর্থ বাংলার মাটিতে!

26.

Sankranti and New Year

Neel Ratan Chakraborty

Sweet to eat tita
It increases the sweetness,
Increasing heart warmth
The time passed, all of them
What is really unaccounted?

Today that I am, he is from the time of going away,
So do you forget to reach me?

While or is it,
Will lose the parachaya oat kal chababali ...
Then the peacock-shaped ray
In the current civilization, fragile humanity will stand
Just forget the sweetness, just bitter

That's right, going forward
Our identity goes in vain
And in this change
I forgot that the settlement was mine

Talk this
Forgot that
Or throw away the identification of the pure nerve
What will be ours, just like we were in the fine gown.

সংক্রান্তি ও নববর্ষ 

নীল রতন চক্রবর্তী 

তিতা খেয়ে মিষ্টি 
তাতে মিষ্টতা বাড়ে ঠিক ,
বাড়েকি হৃদয়ের উষ্ণতা 
যে সময় বয়ে গেল ,তারসব 
কি সত্যিই বে-হিসাব ?

আজ এই যে আমি ,সে তো সেই চলে যাওয়া কালেরই ,
তাই আমাকে ভুলে আমাতে কি করে পৌঁছাই ?

যদিও বা হয় ,
পরছায়া হারাবে অথৈ কালের চোরাবালিতে ...
তারপর ময়ূর পুচ্ছধারী দাঁড়কাক আমি 
অধুনা সভ্যতায় দাঁড়াবো ভঙ্গুর মানবিকতায়
মিষ্টতা ভুলে শুধু তিক্ততায়

একথা ঠিক ,এগিয়ে যেতেই 
আমাদের পরিচয় বেমালুম ঢুকে যায় খোলসে 
আর এই পরিবর্তনে 
একদম ভুলে যাই বসতি আমার

কথা এই ,
ভুলে সেই 
অথবা ফেলে দিয়ে পরিচয় শুদ্ধ নাড়ীর
থাকবো কি আর ,ঠিক যেমন ছিল আমাদের সূক্ষ্ম উঠোন 

26.
I am Bangali

Fatima Jahan Lubna

I am a Bengali my nation
In my mind,
I look at the Bengali outlook
I am a Bengali person.

I poured blood on the language,
I poured the blood to freedom.
I want to say yes,
I am a Bengali;
Born in my courage

I live in any part of the world,
Guy's national anthem,
I am not where I am
I love the Bengali.

I do not eat in the rainy season
Panta Bhaiti Hilsa,
I do not bow to the Bengali
White or white

I am a Bengali; In my blood flesh
Padma-Meghna-Yamuna flows,
I always give to God
Wish for the blessings of Bengalis

I am a Bengali; From home
Enlightened brave children,
I am a Bengali;
I have dedicated hundreds of souls.

আমি বাঙালি 

ফাতেমা জাহান লুবনা 

আমি বাঙালি আমার জাতি সত্তায় 
আমি বাঙালি আমার মননে,
আমি বাঙালি বাহ্য দৃষ্টিতে 
আমি বাঙালি পুস্প কাননে।

আমি রক্ত ঢেলেছি ভাষার তরে,
আমি রক্ত ঢেলেছি স্বাধীনতায়।
আমি বুক ফুলিয়ে বলতে চাই,
আমি বাঙালি;
জন্ম আমার সাহসিকতায়।

আমি বিশ্বের যেকোনো প্রান্তে থাকি,
গাই বাঙালির জাতীয় সংগীত,
আমি যেথায় থাকি না কেন 
বাঙালির সাথেই করি প্রীত।

বর্ষবরণে আমি খাই না 
পান্তা ভাতে ইলিশ,
আমি বাঙালি কটাক্ষ করি না 
স্বেতাঙ্গ কিংবা কৃষ।

আমি বাঙালি ;আমার রক্তে মাংসে 
প্রবাহিত হয় পদ্মা-মেঘনা-যমুনা,
আমি সর্বদা আল্লাহ্ র কাছে করি
বাঙালির মঙ্গল কামনা ।

আমি বাঙালি; ঘরে ঘরে 
আলোকিত সাহসী সন্তান,
আমি বাঙালি;বাংলার তরে 
আমি নিবেদিত শত প্রাণ।

27.

Boishakh come to the universal festival

Iliasur Rahman Rushnie

Can say
When the parents came to Boishakh when Panta Hilsa came
Swinging in the morning, the breezes were bent over.

Can say
When this style is called Panta kasab Boishakh
If you get a little scope for everything.

Can say
When Boishakh arrives, when the bride is ready to embrace,
All the lower levels are not growing, only the ramp is rising.

Can say
Without Panta Hilsa, Koi and Mora were not Bangali
Ahiman, Boishakh did not come in Bengal then.

Can say
Why is the name of Hilsa now poor?
Rich is now pocket-laden with the money and the price of the hilsa is high.

Can say
Panta rice which today is eaten by onion pepper salt
Hilsa lamented the luxury of their night is cutting.

It only leads to disparity and distress, the abolishment of the universal Boishakh
Behakshi Boishakhi drum embarked in the tradition of father and father
Boishakh come to the public at all the public festivals
Dhumdhama with chatter and in the heart

বৈশাখ আসুক সার্বজনীন উৎসবে

ইলিয়াছুর রহমান রুশ্নি

বলতে পার-
কখন খেতো বাপ দাদারা বৈশাখ এলে পান্তা ইলিশ
সাঁজ সকালে ঝোপের ধারে হয়ে যেত ভেনিশ।

বলতে পার-
এই রীতিটা কখন হলো পান্তা খাব বৈশাখ এলে
সব কিছুতেই বাড়াবাড়ি একটু সুযোগ পেলে।

বলতে পার-
বৈশাখ এলে সাঁজতে হবে বধূর সাজে কখন হলো চালু
উচু নীচু সব সমতল হয়না কভু বাড়ছে শুধুই ঢালু।

বলতে পার-
পান্তা ইলিশ ছাড়া, কি আর মোরা বাঙ্গালী ছিলামনা
অভিমানে, বৈশাখ কি তখন বাংলায় আসতোনা।

বলতে পার-
গরীব হওয়ার বিড়ম্বনা কেন এখন ইলিশ নামে
ধনী এখন পকেট বোঝাই টাকা দিয়ে কিনছে ইলিশ চড়া দামে।

বলতে পার-
যারা আজো পেঁয়াজ মরিচ নুন দিয়ে খায় পান্তা ভাত
ইলিশ নামের বিলাসিতায় বিলাপ করে কাটছে তাদের রাত।

এতে শুধু বৈষম্য আর কষ্ট বেড়ে, বিলুপ্ত হয় সার্বজনীন বৈশাখ
অক্ষুন্ন থাক বাপ দাদাদের ঐতিহ্যে লালিত পালিত বৈশাখী ঢোল ঢাক।
বৈশাখ আসুক সবার ঘরে সার্বজনীন উৎসবে
ধুমধাম দাপিয়ে বেড়াক মননে আর পার্বনে।

28.

Boishakh said to come

Boishakh said to come
As he listened to the ear
What did you do?
Happy new new
Forget the goal
Good bullet
In favor of consciousness
Aga Arun

The young man's bouquet
Happy all come in
This year is about to take over
Live life,

Any moment of life
Not for any reason
Betrayed by the caution
Agayo Kiran.

Years on this day
First Boishakh Chen
Panta Hils Binay
Nothing touches,

Own culture
Throw them off
Rural and folklore
Go to the bottle

In the fourteenth-century 23
Happy New Year
Just as a result of gold
Do not you

Happy new year
Destroy all of the past
Happy Pure Part
Aga Arun.

বৈশাখ এল বলে

বৈশাখ এল বলে
কানে কানে গেল বলে 
কি'জানি কী-মিঠা ছলে 
শুভ হে নতুন,
গেলোতার গোল ভুলে 
ভালোতার বুল বুলে 
চেতনার অনুকুলে 
আগাও অরুণ।

তরুণের তোড়া জুরে 
শুভ সব আসে দোরে 
এ-বছর তোড়েজুড়ে 
জাগাও জীবন,

জীবনের কোনো ক্ষণ 
নয় কোনো অকারণ 
সচেতনে করে পণ
আগাও কিরণ।

বছর এই পয়লা দিনে
পহেলা বৈশাখ চিনে 
পান্তা ইলিশ বিনে 
কিছুই না ছুঁয়ো,

ধরে নিজ সংস্কৃতি 
ছুঁড়ে দিও অপকৃতি 
পল্লি আর লোকগীতি 
বটতলে গেয়ো।

চৌদ্দশ তেইশ সালে 
শুভ নববর্ষ কালে 
সবে যেনো সোনা ফলে 
কামণা করুণ,

শুভ শুভ নববর্ষ 
গত সবই করে ধ্বংস 
শুভ শুদ্ধে নিয়ে অংশ 
আগাও অরুণ।

29.

Happy new year

Mosharraf Hossain

Arya, Nishad, Pradigma-You
By the name of that name,
I am the solid Bengali
Remember that

That's the bangla bangali i
Vanga is my country,
Art is my unread
There's no end to her

There are still fisheries
Medieval songs,
There is no duniya, however
Taxation style

There are still pots of hobbies
Naksi Kathar,
There are still people there
Decorated fayer ghat

Look, the conch is still there
Dumuro bad palm,
Surendata is still there
Will be there in the great time

Hold hands together
Baul songs,
Bhatiyani
Lives to life

The dough is still boring
Creepy cord,
This tradition of Bengalis
Will keep the mausoleum

Look at me
Nekshi is in the middle of the victim,
Maybe you can find me
Murali Junk

Where is my temple?
My furrow,
What song is without rhymes?
Is sweet-sweet.

The name of the Bengali name is fenugreek
What is it then?
Bongkabi has passed
My identity

শুভ নববর্ষ

মোশারফ হোসেন

আর্য,নিষাদ,আদিম-তুমি
যে নামেতেই ডাকো,
আমি নিরেট বাঙালি যে
এটাই মনে রাখো ।

আমি সোঁদা বাঙালি যে
বঙ্গ আমার দেশ,
কৃষ্টি আমার অবারিত
নেই কোন তার শেষ।

আজো আছে মৎস্যপূরাণ
মধ্যযুগের গীতি,
পূন্যাহ্ণ নেই আছে তবু
খাজনা দেওয়ার রীতি।

আজো আছে শখের হাঁড়ি
নকশী কাথাঁর মাঠ,
গায়েঁর মাঝি আজো আছে
সাজিয়ে খেয়াঘাট।

দেখ আজো শঙ্খ বাজে
ডমরু বাজে তালে,
সারিন্দাটা আজো আছে
থাকবে মহাকালে।

একতারাটা নিয়ে হাতে
বাউল ধরে গান,
ভাটিয়ালি মূর্ছনাতে
হারায় যেন প্রাণ।

মৃদঙ্গটা আজো বাজে
ব্যাকুল করতাল,
বাঙালির এই ঐতিহ্য
রাখবে মহাকাল।

আমায় তুমি খুঁজে দেখ
নকশী শিকার মাঝে,
হয়তো আমায় খুঁজে পাবে
মুরলী যেথায় বাজে।

কোথায় আমার মন্দিরাটা
ছিন্ন আমার লয়,
খঞ্জনিটা ছাড়া কী গীত
মিষ্টি-মধুর হয়।

মাছে-ভাতে বাঙালি নাম
এমনে কী আর হয়,
বঙ্গকবি দিয়ে গেছেন
আমার পরিচয়।

30.

Boishakhi Mela

Kamran Chowdhury

Come on, everyone mixes together
Go to Boishakhi Fair,
Pranamalaya under the tree by the side of the tree
We have to say that a lot.
Men and women in the youth day
Let's go to the festival
In the New Year Sazeguje sky in the air
Blow up.
Without the sunny eyes Abhira
There is no dirt
Happy and Sad Sharing Today
I will all

Moai Murky Satchakhaja
Kadma Gaja Pitta
Do not take it with me
How many sweet candy
Alata, bangles, earrings
Tip necklace
Turn around
Puffed mind irritation.
Toy car hart
Due to everyday products
Clay doll lotit kites
Bring everyone home

Putulnach Jatropala native dance
And so many game
My heart is filled with your heart
Baul song fair
Bring the fair from the fair
Nail hand fan
The air is in the air
Delete the hard line.
The original form of Bengali mother
Do not forget that
Her touches on the Boishakh fair
Decorate life.

বৈশাখী মেলা 

কামরান চৌধুরী

চল চলরে সবাই মিলে মিশে
বৈশাখী মেলায় যাই,
পথের ধারে গাছের তলে প্রাণমেলায়
স্বদল বলে যাই।
নারী-পুরুষ যুবক কিশোর প্রভাতে
উৎসবে চল যাই
নববর্ষে সেজেগুজে আকাশে বাতাসে
আনন্দ ছড়াই।
চোখেমুখে হাসিখুশি আবির ছাড়া
মলিনতা নাই
সুখ-দুঃখ ভাগাভাগি আজ
করবো রে সবাই।

মোয়া মুরকি ছাচখাজা
কদমা গজা পিঠা
খাবো দাবো সঙ্গে নেবো
কতো মন্ডা মিঠা।
আলতা, চুড়ি, কানের দুল
টিপ গলার মালা
সারাদিন ঘুরে ঘুরে
ঘুচাবো মনের জ্বালা।
খেলনা গাড়ি হাড়ি পাতিল
নিত্য পণ্য সদাই
মাটির পুতুল লাটিম ঘুড়ি
আনবো ঘরে সবাই।

পুতুলনাচ যাত্রাপালা দেশী নৃত্যকলা
আর নানারকম খেলা
হৃদয় ভরায় তোমার আমার
বাউল গানের মেলা।
মেলা থেকে আনবো কিনে
নঁকশি হাতের পাখা
পরানবন্ধু করলে বাতাস
মুছে কষ্ট রেখা।
বাংলা মায়ের আদি রূপ
ভুলে না যে যাই
বৈশাখ মেলায় তার ছোঁয়ায়
জীবন সাজাই।

Pohela Boishakh 1426 (Copyrighted by PohelaBoishakh.ooo)

31.

Wish! Best wishes !!! Wish !!!!

Luv Hawa, Sonalu, Kuchatan in the banks of Krishnachura,
Just the rest of the spring,
Waiting for Boishakhi Storm,
Time!
Well if one day was heard,
Spring will not depart,
Time has stopped !!!

Do not stumble over time,
Time flowing,
The new invoices should be drunk,
East to West,
North to south

The new baskets are full of new walks
There is nothing called old.

শুভেচ্ছা! শুভেচ্ছা!!! শুভেচ্ছা!!!! 

চৈতি দিনের লু হাওয়া, সোনালু, কৃষ্ণচূড়ার ডালে কুহুতান,
বসন্তের বিদায়টুকু বাকি মাত্র,
বৈশাখী ঝড়ের অপেক্ষায়,
সময়!
আচ্ছা কোন একদিন যদি শোনা যেত,
বসন্তের বিদায় হবে না,
সময় থমকে গেছে!!!

সময় থমকায় না,
সময় বহমান,
নতুনের আবাহন তাই কন্ঠভরে পান করে আপাদমস্তক সিক্ত হোক,
পূর্ব থেকে পশ্চিম,
উত্তর থেকে দক্ষিণ।

বাসাপের আঙিনা ভরে উঠুক নতুনের পদচারণায়
পুরনো বলে কিছু নেই স্মৃতির পাতায় জ্বলজ্বলে প্রতিটি ক্ষণ।

32.

Welcome to the Bengali New Year!
Happy New Year 1426!

Sheyuli Jahan

Boishakhi storm blows dust
The thirsty thief was excited,
The new light of pakuchi lip
The wait of the end of the examination!

Come on, new, come colorful light
In today's free time,
Watercolor drawers are mixed with ambrosial life
Rannu's mind is not able to taste life.

Creeps fly to the wings of the tail
Bhairab flooded the river in huge foam,
The lion sailor has found out his lighthouse
Nabonka's pyramid awakens at the foot of Naksikkanth.

Dahuk's call to cut today's dense fog sheet
The sweet-hearted adoration to come back to the eyes of the farmer,
Ragini plays the new song of arrival by the day
Dusk of the morning light in the sun shade.

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ! 
শুভ নববর্ষ ১৪২৬!

শিউলী জাহান

বৈশাখী ঝড় উড়িয়েছে ধুলো
তৃষিত চাতক অধীর হলো,
পানকৌড়ির ঠোঁটে নতুন আলো
প্রতিক্ষার প্রহর বুঝি শেষ হয়ে এলো !

এসো হে নতুন, এসো রঙিন আলোয়
ভেসে চলি আজ অসীমের মুক্ত ভেলায়,
জলরঙে আঁকি জীবনের জলছবি মিশ্র অনুরাগে
প্রাণের স্বচ্ছতায় মেখে নেই রেণু মনের পরাগে। 

জীর্ণতা উড়ে যাক শঙ্খচিলের ডানায়
ভৈরব নদে প্লাবন আসুক বিপুল ফেনায়,
দিশাহীন নাবিক খুঁজে পাক আপন বাতিঘর
নকশীকাঁথার ভাঁজে জেগে উঠুক নবান্নের চর। 

ডাহুকের ডাকে কেটে যাক আজ ঘন কুয়াশার চাদর
কিষাণীর চোখে ফিরে আসুক রুপালি মায়াবী আদর,
দিনের বিদায় রাগিনী বাজায় নতুনের আগমনী গান
সূর্যের অস্তরাগে জাগে ভোরের আলোর আহ্বান।

33.

Boishakhi Dola

Shammi Akter

Bangla mother's Boishakhi Dola
I remember this far,
Let's go
The color of the canvas of mind
Different color pictures.

Rubber sapphire blood poison
Thirty-five years old,
False necklace and red bangles from the fair
Manda-sweetie with hands.

In the afternoon, holding a friend's hand in the afternoon
Moving around the joy of the mind

Happiness in the air-air
The mind is mixed in a new obsession,
The joyous jumbo rises in the heart of the sky
The old corrosion behind the back
The new hope is renewed,
Think of that chaana repeatedly come back
Today is sitting in this exile
Open the leaves of memories.

বৈশাখী দোলা

শাম্মী আক্তার

বাংলা মায়ের বৈশাখী দোলা
মনে পড়ে এই সুদূরে বসে,
আনমনে এঁকে যাই 
মনের ক্যানভাসে রঙ আর তুলিতে
নানান রঙের ছবি।

লালপেড়ে শাড়ি খোপায় রক্ত জবা 
তন্বী ললনার হরষিত প্রান,
মেলা থেকে পুথির মালা আর লাল চুড়ি
হাতে নিয়ে মন্ডা-মিঠাই। 

পরন্ত বিকেলে বন্ধুর হাত ধরে
ঘুরে বাড়ানো মনের আনন্দে।

আকাশে-বাতাসে সুখের আলাপন
মন যেন মিশে যায় নতুন আবেশে,
আনন্দের ঘনঘটা জাগে হৃদয়ের আকাশ জুড়ে
পেছনে ফেলে যত পুরানো জরাজীর্ন 
নতুন করে মন ফেরে পায় নতুন আশা, 
সেই ক্ষন বার বার ফিরে আসে মনে
আজ এই প্রবাসে বসে
স্মৃতির পাতা খুলে। 

34.

New Year

Al-Mamun

O Boishakh, you have come down from Chaitra's wood hay and scratches through sunshine
Tired body of all the Bengali villagers, get a little rest
We will give you the hand of the bird in the wind.
We all forgot about your arrival
In our hearts, fly the new katan.

Come on, come, O Boishakh, come, let us live our life
We gave you new year warmth, welcome!
You take our heart in the hearts of hearts.

O Boishakh, you make a promise, let's take it away now
In our minds, all sorrow and pain are in pain
The new dream will be filled with joy and joy in our house.

Today we give you up to you today
New rice rice khaye twigs, finely waxed milk, pakha mango milk, and drink it.
O Boishak, you will take it as you go
Our old drought is a painless loneliness.
With us, you will be pleased with the new happiness.
We all want to go to Bengali forget all
The old sprawling sadness in our past.

We all want to fly in the Bengali wings to come Happy New Year
In the new enthusiasm of the new warmth of meditation,
Make a fresh start with our life, and again.

নববর্ষ

আল-মামুন 

হে বৈশাখ, তুমি এসেছো চৈত্রের কাঠ খড় পুড়ে খরতাপ রৌদ্র পেরিয়ে
সব বাঙ্গালির দুঃখের ঘরে খুব ক্লান্ত শরীরে, একটু বিশ্রাম নাও 
আমরা দেব তোমায় হাত পাখার বাতাসে প্রান জুড়িয়ে । 
তোমার আগমনে আমরা সব দুঃখ গিয়েছি ভুলে
আমাদের হৃদয়ে যেন ঐ নতুনের কেতন উড়ে । 

এসো হে বৈশাখ এসো এসো বসো আমাদের প্রানের গহিন কন্ধরে 
আমরা তোমাকে দিলাম নববর্ষের উষ্ণতা, স্বাগতম শুভেচ্ছা !
তুমি নাও আমাদের হৃদয় নিংড়ানো স্বাগতম অন্তরে অন্তরে । 

হে বৈশাখ তুমি কথা দাও, কথা দাও এবার দূর করে দিবে 
আমাদের মনের ঘরের সব দুঃখ কষ্ট যন্ত্রনারে
নব স্বপ্ন সুখের ছোয়ায় ভরে দিবে আমাদের ঘরে কানায় কানায় পূর্ণ করে ।

আমরা আজ তব দিলাম তোমায় উজাড় করে 
নতুন ধানের খৈ মুড়ি ফিন্নী পায়েশ, পাকা আমের দুধে ভাতে, খেয়ে নাও পেঠ ভরে ।
হে বৈশাখ কথা দাও তুমি যাওয়ায় বেলায় নিয়ে যাবে
আমাদের পুরোনো ঝরা ঝির্ণ দুঃখ কষ্ট নিঃসঙ্গতাকে !
আমাদের সঙ্গে দিবে তুমি নতুন কোন সুখের সাথে সখ্যতা গড়ে । 
আমরা সব বাঙ্গালি যেতে চাই সব ভুলে
পুরোনো ঝরাঝির্ণ দুঃখ কষ্ট আমাদের অতীতেরে । 

আমরা সব বাঙ্গালি ডানা মেলে উড়তে চাই নববর্ষের শুভ আগমনে
নব ধ্যানের নব উষ্ণতার পরশে নব উদ্যমে,
নতুন করে সাজাবো আমাদের জীবনটাকে, আবার নতুন করে ।

35.

Pohela Boishakh

Kazi Kamrun Nahar

Boishakh is the first month of Bengali New Year
Twelve month wait sighs.
Pohela Boishakh Bengali New Year
A unique excitement of the Bengali nation's unique joy
-
Removing old years of despair and fatigue
Waiting for this day,
Where the fair is sitting
Bengalis ran in front of the festival.
-
Pohela Boishakh is the name of Bengali identity
The holders of the fair are organized in all villages and towns.
Poya Boishakh, Aloovarta, Panta-Hilsa
Culture and heritage of life
-
Eat raw mango and all Egyptian vegetables
Another Boasting Wind in Boishakh
Fair in Bangladesh
Chittagong 'Abdul Jabbar's Sacrifice Game'
One of the most attractive fairs of Boishakh
-
Hilsa-Panta is the special idol of this
The best policy of displaying Bengaliism.
Maa jam bhasakimaela full of honey
The songs of regional songs are filled with poems.
-
Every Melapent Festive
Decorating Rob is very charming to see.
Like Boishakh as Pulkak
Likewise, sadness
-
Appearance emerged
Rudra Taposh.
Kalbhishakhi Udmata Hatcheanchi
Come down the whistle
Disaster in human race.

পয়লা বৈশাখ

কাজী কামরুন নাহার

বৈশাখ বাংলা নববর্ষের প্রথম মাস
বার মাস প্রতীক্ষার দীর্ঘশ্বাস।
পয়লা বৈশাখ বাংলা নববর্ষ
বাঙালী জাতির এক অনন্য আনন্দের উৎকর্ষ।
-
পুরানো বছরের নৈরাশ্য ও ক্লান্তি মুছে
এই দিনটির রয় অপেক্ষায়,
যেখানে মেলা বসে
উৎসব মুখরে বাঙালী ছুটে যায়।
-
পয়লা বৈশাখ বাঙালী পরিচয়ের বাহক
গ্রাম-শহর সর্বত্রে আয়োজিত হয় মেলার ধারক।
পয়লা বৈশাখে আলুভর্তা,পান্তা-ইলিশ
সংস্কৃতির ও ঐতিহ্যের প্রাণের পরশ।
-
কাঁচা আম ও সব মিশালী সবজি খাওয়া
পয়লা বৈশাখের আরেক হর্ষের হাওয়া।
বাংলাদেশের আনাচে-কানাচে বসে মেলা
চট্টগ্রামের ' আবদুল জব্বারের বলী খেলা'
বৈশাখের অন্যতম আকর্ষনীয় মেলা।
-
ইলিশ-পান্তা এ উসবের বিশেষ মূর্তি
বাঙালীপনা প্রদর্শনের শ্রেষ্ঠ নীতি।
আম-জাম মধুফলে ভরে উঠে বৈশাখীমেলা
আঞ্চলিক গানের সুরলহরী, কবিগীতি ভরা।
-
প্রতিটি মেলাপ্রাঙ্গণ উৎসবমুখর
সাজ-সাজ রব দেখতে বড়ই মনোমুগ্ধকর।
বৈশাখ যেমন পুলকের
তেমনি দুঃখের।
-
প্রখরতাপে আবির্ভাব ঘটে
রুদ্র তাপসের।
কালবৈশাখীর উম্মত্ত হাতছানিতে
নেমে আসে ভয়াল ছোবল
দৈবদুর্বিপাক মানব জাতিতে।

36.

1st Boishakh

Fatema Jannat Chandni

Come, Boishakh, come, come!
Bhuban and went to Zano Dua
Open it

Old gerge, glaciers
By deleting it.

Ah! Will dream of new day
Say

Traditional traditions of Panta-
More fruits of Bengal and Shapala -Shalu.
I will dream of the possibility of the new day
Say

Come-Ray Boishakh View Bangali
Hearts!
Nabanana festival in the year of my Bengal
Milo barely meet
The song of Bengal is called Gaibo.

Eishan Koi Megharani Kali statue
Holding!
The Boishakh kalaya Boishakhi storm storm.
Dreams drawn in various colors
I will see the face of Bengal o-ray

Has come 1 Boishakh
Each of the new day's hopes and expectations
In the courtyard.
I will dream of victory.

Come on, forget everything, Boishakhi-
Lighting procession
The country builds the betting, the old fringe
Break up
New Armpit!
Elo-Ray Boishakh Elo-Ray!

১লা বৈশাখ

ফাতেমা জান্নাত চাঁদণী

এলো,এলো বৈশাখ এলো-রে!
ভুবনের ও গেল জেনো দুয়ার
খুলে।

পুরনো জরার্জিণ, গ্লানী গুলো
মুছে দিয়ে।

আহা! নতুন দিনের স্বপ্ন দেখবো
বলে।

বাংলার ঐতিহ্য পান্তা -ইলিশে-
আরও বাংলার ফল ও শাপলা -শালুকে।
নবদিনের সম্ভাবনার স্বপ্ন দেখবো
বলে।

এসেছে-রে বৈশাখ দেখ বাঙ্গালির
অন্তরে!
আমার বাংলার বর্ষবরনে নবান্ন উৎসবে।
মিলন মেলায় মিলবো সবে
বাংলার গান গাইবো বলে।

ঈশান কোনে মেঘরাণী কালী মূর্তি
ধারণ ধরে!
এলো বৈশাখ কাল বৈশাখী ঝড় বয়ে।
নানা রঙ্গে অঙ্কিত স্বপ্নে
বাংলার মুখ ছবি দেখবো ও-রে।

এসেছে ১লা বৈশাখ
নবদিনের আশা-প্রত্যাশায় প্রতিটি
আঙ্গিনায়।
বিজয়ের স্বপ্ন দেখবো বলে।

এসো এসো সবাই বিষাদ্ব ভুলে, বৈশাখি-
আলোর মিছিলে।
দেশ গড়ার করি পণ,পুরোন ভাজ
ভেঙ্গে
নতুন সাঁজে!
এলো এলো-রে বৈশাখ এলো-রে!

37.

Halkhata

Ashraful Islam

I'm wondering, I wonder
It's time to be troubled !!
Fly away
My shuffle time

Old page will be overturned
New date new register
Calculate the calculations again
Get something new.

Receipt book is not empty
But why are the laggo fears
Love is the hope of happiness
No one was catastrophic!
Oh
There was joy in the river
I was all together
Harieni kabhu dishhe

This is where Moody's survival
Draw a dream
As much as the way is zigzag
The name of the friend is in danger.

Good night passed to the house
Hot city in politics
I was happy to be sad
Well, I was good.

So the sun sets
Your pleasure with hands
The new light again
Let's all be good.

God's grace is the grace of Allah
Aulay Maya is stopping
Stay alive with Maya
The time is just staggering.

Will have to go
Who knows when?
Think about this, mind
Real life

I would like to say goodbye
New path pioneer
Have a nice life
Arrange your own appetite with happiness.

হালখাতা

আশরাফুল ইসলাম

অবাক হয়ে ভাবছি, ভাবছি
অস্থির হয়ে সময় মাপছি!!
উড়ে গেলো ঝরে গেলো
সময় আমার এলোমেলো।

উল্টে যাবে পুরান পাতা
নতুন তারিখ নতুন খাতা
হিসেব কষতে হবে আবার
নতুন করে কিছু পাবার।

প্রাপ্তির খাতা শূন্যতো নয়
তবে কেনো লাগেগো ভয়
ভালবাসা সুখের আশা
হয়নি যে কেউ সর্বনাশা!
ভালবাসার অষ্ট প্রহর
ছিলো ছিলো সুখের নহর
ছিলাম সবাই মিলেমিশে
হারাইনি তাই কভু দিশে।

এইতো মোদের বেঁচে থাকা
প্রিয় নিয়ে স্বপ্ন আঁকা
পথ যতই হোক আঁকাবাঁকা
বিপদে বন্ধুর নাম হাঁকা।

ভাল মন্দে গেলো প্রহর
রাজনীতিতে গরম শহর
সুখে ছিলাম দু:খে ছিলাম
ভালই ছিলাম ভালই ছিলাম।

এমনি করে ডুববে সূর্য
হাতে নিয়ে ইতির তূর্য
ফুটবে আবার নতুন আলো
থাকবো আবার সবাই ভালো।

আল্লাহ্ তা'লার অশেষ দয়া
ধরায় দিছেন অঢেল মায়া
মায়া নিয়ে বেঁচে থাকি
সময় শুধু দেয়রে ফাঁকি।

যেতে হবে যেতে হবে
কে জানি চলে যায় কবে?
এসব নিয়ে ভেবোনা মন
বাস্তব নিয়ে কাটিয়ো ক্ষণ।

শুভেচ্ছাটা জানাই আমি
নতুন পথের অগ্রগামী
সুন্দর কাটুক সবার জীবন
সাজিয়ে সুখে নিজ ভূবন।

38.

Boishakhi Day Today

Shariful Alam

Now how many colors are on the pages in the pages
It's like a different day watch
Beautiful beautiful

Today is the festival day
The pictures of the diverse city

The hemispheres and hemispheres
The days of isolated exile ended
Today's first Boishakh.

It's been hard to beat, speed day
The whole country,
There are no reserved areas today
There is no checkpost search anywhere
Jhirijhiri wind
Sometimes rudra image
Full moon moon
It has come with new messages today
Rupali Mimchcha Sarabella
Flower luxury nature
Charyapad has adapted itself.

Black red with black
Today is your sort of day
Yellow sari, panta hilsa, clay sunki
It is known that the story
Today's first Boishakh.

বৈশাখী দিন আজ 

শরীফুল আলম

এখন পাতায় পাতায় কত রং কত রূপ 
এ যেন এক অন্য রকম দিবস প্রহর 
রমণীয় সুন্দর ।

আজ উৎসবের দিন 
ছিমছাম গোছানো শহরের ছবি । 

এ গোলার্ধ ও গোলার্ধ 
বিচ্ছিন্ন নির্বাসনের দিন শেষ 
আজ পহেলা বৈশাখ ।

এসেছে জোরছে মার , গতির দিন 
গোটা দেশ ,
আজ কোন সংরক্ষিত এলাকা নেই 
কোথাও কোন চেকপোষ্টের তল্লাশি নেই 
ঝিরিঝিরি বাতাস 
কখনো রুদ্রমূর্তি 
পূর্ণিমার চাঁদ
এ যেন নূতন বার্তা নিয়ে এসেছে আজ 
রুপালী মচমচে সারাবেলা 
ফুল বিলাস প্রকৃতি 
নিজেকে গুছিয়ে নিয়েছে চর্যাপদ । 

কৃষ্ণচূড়ার লাল দিয়ে 
তোমাকে সাজানোর দিন আজ 
হলদে শাড়ী , পান্তা ইলিশ , মাটির সানকি 
এ যেন চির চেনা সেই গল্প 
আজ পহেলা বৈশাখ ।

39.

Welcome to Boishakh

 Rajan

Back to Asay Boishakh, the temperamental nature
There is a storm in the dark cloud.
The fruit of the fruit of the tree is a bit of trouble
City of dance form in banned festivities

The idol of the statue of the idol is a stupid mausoleum
What does he mean?
Cursed by the waves of cinematic karma
Locked in the hole of the value of honor

How much power is going on in the boishakh
The body of the body trembling with tremendous shock.
The warm governance of the priest at the Adim temple
Nudity goddess, flowering affection

The blood takes a nagger, the destruction of the sensation, the storm
The civilization shrouded in pivotal smoke.
Compassionate shame covers, visual proof
Miseric pain of the pain

Leave aside the mistakes of day and night
Let's leave the angry, Boishakhi storm.
Swear the oath in the new day's promise
Let the beauty of peace, in the city of nudity.

বৈশাখ বরণ 

 রাজন

ফিরে ফিরে অাসে বৈশাখ, তপ্ত প্রকৃতি
ধূলোওড়া অন্ধকার বয়ে অানে ঝড়।
ফলবতী বৃক্ষের নুয়েপড়া কষ্ট অাকুতি
নিষিদ্ধ উল্লাসে নাচে রূপের শহর।

সভ্যতার মূর্তির পায়ে বাজে মতলবি মল
কি তার মানে বোঝে, নারকী সমাজ।
মায়াবী কথার ঢেউয়ে দিশেহারা কর্মফল
মূল্যবোধের গর্তে লুকায় সম্ভ্রম-লাজ।

বৈশাখ বরণে চলছে কতশত অায়োজন
অসহ্য অানন্দে কাঁপে মাটির দেহ।
অাদিম মন্দিরে পুরোহিতের উষ্ণ শাসন
নগ্নতার দেবী যাচে পুষ্পময় স্নেহ।

রক্তে নাচন লাগে, প্রবোধের ধ্বংস তুফান
সভ্যতা ঢলে পড়ে পীতাভ ধোঁয়ায়। 
সকরুণ লজ্জায় ঢেকে রাখে, চাক্ষুষ প্রমাণ
যন্ত্রণার করুণ নির্যাস মিশে হাওয়ায়।

ফেলে অাসা দিনের ভুলগুলো চিত্তে জাগাও
নিভে যাক ক্রোধের অাগুন, বৈশাখি ঝড়ে। 
নতুন দিনের অঙ্গীকারে শপথের হাত মেলাও 
শান্তির সুবাতাস বয়ে যাক, নগ্নতার শহরে।

40.

Finally calculate

Rugina

The color of the lunar or maybe
Nayon touched touched treasure,
The idea may be 'complex'
Do not look for the invisible mind so invisible.

Just know where the moneylender is?
Just like that,
Nevertheless, the arrangement is always necessary
Tigia slum house.

Niranjana has created this world world
Which is the beginning of the rear,
How do you understand the absurd calculations?
Whose last words are utterly unconnected

অন্ত হিসাব করন

রুজিনা

বর্ণান্তমিল হয়তো'বা সাবলিল
স্পর্শিত ধন দেখেছে নয়ন,
ভাবান্ত গড়মিল হয়তো'বা জটিল
খুঁজেনা খুঁজেনা তাই অদৃশ্য এ মন।

জানে শুধু মন কোথায় মহাজন
যেন পুড়ি'গো শুধু তারে'ই,
তবু আয়োজন নিত্য প্রয়োজন
ত্যাগীয়া সাধের ঘরবাড়ী।

এ বিশ্ব ভুবন গড়েছে নিরাঞ্জন
যার শুরুটাই বলি পিছন,
নির্বোধ গণন কেমনে সামন ? 
যার অন্তমিল বর্ণহীন উচ্চারিত মিলন।

Pohela Boishakh 1426 (Copyrighted by PohelaBoishakh.ooo)

41.
Mischievous Boishakh

Omar Farooq Kajal

Come on, Melo
The air
Dust in the air
After the rush after the field in Bhadupupur
The ankle leaves dried
That's far away
Throughout the garden
In the Forest Book
Rukta zero wreath branches in the branch

Chaiti Burning
Oh my heart burned
I understand rhythm fall
The black hole in the Ishankon
Electricity shock momentarily
Fierce hot people
Where is the hand fan?
Just burn the mind and burn it just chi

Called
Shake the book
The strong hostile air
In the forest, branches in the forest
Mischievous Boishakh


দুরন্ত বৈশাখ

ওমর ফারুক কাজল

এলো মেলো 
বাতাস গুলো
উড়ায় ধূলো
ভরদুপুরে মাঠের পরে পথের পরে
শুকনো পাতার নূপুর ঝরে
ঐ যে দূরে 
বাগান জুড়ে
বন বীথিকায়
রিক্ত শূন্য হাহাকার শাখায় শাখায়

চৈতী দহন 
হায় পোড়া মন
হলো বুঝি ছন্দ পতন
ঈশানকোণে কৃষ্ণমেঘে 
বিজলী চমক ক্ষণে ক্ষণে 
ভ্যাপসা গরম জনে জনে 
হাত পাখাটা কই....?
মন পুড়িয়ে জন পুড়িয়ে শুধু হই চই

ডাকে দেয়া 
কাঁপে বুক 
প্রবল বৈরী বাতাস
বনে বনে শাখে শাখে
দুরন্ত বৈশাখ 

42.
Boishakh

Seema Chowdhury

We will be very happy
We will be happy
I will also meet you
We will keep you in the mix
You will not only see your tone.

Drought, heat and heat
Dismiss us and burn them
Kalabishakhi, do not exist in the earthquake
Your cool nature and sky will look
You will not only see your tone.

Do not hurt in the thick of the panic
Breaking the dumadol and Hesona
Do not stress us down in the storm
You will see the smile and friends of your flirtation
You will not only see your tone.

বৈশাখ

সীমা চৌধুরী 

আমরা উল্লাসে মাতব
আনন্দে আত্মহারা হব
তোমায় বরণও করব
মিলনমেলায় তোমায় মাতিয়ে রাখব
শুধু তোমার রুদ্ররূপ দেখব না।

প্রচণ্ড খরা, দাবদাহ আর উত্তাপে 
আমাদের নিরুতসাহিত করে পুড়িয়ে মেরোনা
কালবৈশাখী, ভূমিকম্পে অস্তিত্বহীন করোনা
তোমার শান্ত প্রকৃতি আর আকাশ দেখব
শুধু তোমার রুদ্ররূপ দেখব না। 

ঘনঘটায় আতংকিত মনে আঘাত হানবেনা
ভাংগনের ডামাডোল নিয়ে আর হেসোনা
জরা ঝঞ্ঝায় আমাদের নিষ্পেষিত করোনা
তোমার ঝলমলে হাসি আর বন্ধু বাতসল্য দেখব 
শুধু তোমার রুদ্ররূপ দেখব না। 

43.

Want to return to Adi Bangla

Qazi Atique

Want to return to tradition in the beginning
The invitation to invite by mail
Halhata in Boishakh
Chapatra Parana at Alpana Ground
In the tradition of the public, the festival of Nabanana

Want to return to Adi Bangla
Baiyya Kidiyo Kishoshosh Banshi Village Fair
Soothing glass bracelets
Handcuffed Sarees
Alta Ranga legs surma black eyes
Happiness is the face of happiness, love in heart.

Want to return to dandapet teenage
The pond in the crowded pond
Something good cooking in the nearby house
A banquet was sent to the repairs
I want to return to Matthu Boulevard in Adi Bangla
Want to return to Lokayat in the tradition of Bengal
Combined

ফিরতে চাই আদি বাংলাতে

কাজী আতীক

ফিরতে চাই ঐতিহ্য আদিতে 
পত্রদ্বারা নিমন্ত্রণ জনিত ত্রুটি মার্জনীয় নিমন্ত্রণে 
হালখাতা বৈশাখে
চৈত্রের পার্বণে আলপনা উঠোনে
লোকায়ত প্রথায় নবান্নের উৎসবে।

ফিরতে চাই আদি বাংলায়
বাহারি খেলনা শিশুতোষ বাঁশি গ্রামের মেলায়
নানারঙ কাচের চুড়ি
হাতেবুনা তাতের শাড়ি
আলতা রাঙ্গা পায়ে সুরমা কালো চোখে
সুখ সুখ মুখগুলো ভালোবাসা উন্মুখ হৃদয়ে। 

ফিরতে চাই ডানপিটে কৈশোরে 
দলবেঁধে ঝাপ দেয়া পুকুরে
পাশের বাড়িতে ভালো কিছু রান্নার 
এক বাটি পাঠিয়ে দেয়া সংস্কারে
ফিরতে চাই মেঠোসুর বাউলের আদি বাংলাতে
ফিরতে চাই আবার লোকায়ত বাংলার ঐতিহ্যে 
সম্মিলিত যাপনে। 

44.

New Year in the Understanding of Wisdom

Didider Sardar

A dawn of newborn baby touches
Youth full of youth
Wisdom or loyalty will all be of

Cooled Himel Tree Liquidated
Whiteness at the heart is filled
Woke up momentarily !!
That's you and this is you

The difference is only mind - mind and mind
Thirst of feeling hunger - Poverty
A little bit touches the life of the victim.

Anointing will be the time of the day
In the novel recitation or poetry story.

Waiting - I was waiting far away
In many days, distant distances are far away.

Boishakh comes to Boishakh
Changes will change
Nice to have a dream nest
Or get the fullness of life.

Again a year is full
Saying the new year came.

My mother is my birthplace Bengali
Father showed me the state
You are my love
Happy New Year, we are sadly sad

প্রজ্ঞা অনুজ্ঞায় নববর্ষ 

দিদার সরদার

একটি প্রভাত নব নব প্রানের ছোঁয়া
তারুন্যে ভরা যৌবনের গান
প্রজ্ঞা কিংবা অনুজ্ঞা সবটুকু অনুভবে ।

শীতল হিমেল বৃক্ষ তরুলতায়
হৃদয় ভরা এ শুভ্রতা
ক্ষণে ক্ষণে জেগে উঠে !!
সেই তুমি আর এই তুমি ।

পার্থক্য শুধুই মন - মন এবং এ মন
তৃষ্ণা অনুভূতি ক্ষুধা - দারিদ্র্য
একটু একটু দেখা দেয় প্রানের ছোঁয়ায় ।

অভিষেক হবে দিন ক্ষণ সময় করে
নব নব সুরে আবৃত্তি কিংবা কবিতা গল্পে ।

অপেক্ষা - অপেক্ষায় ছিলাম বহু দূর
বহু দিনে দুর্বার দূরান্তে দূর পাড়ে । 

বৈশাখ আসে বৈশাখ আসবে
পরিবর্তন হয় পরিবর্তন হবো
সুন্দর একটি স্বপ্ন নীড়ে
কিংবা জীবনের পূর্ণতা পেতে ।

আবার একটি বছর পূর্ণ 
নতুন বছর আসলো বলে ।

জন্ম আমার জন্মভূমি বাংলা আমার মা
বাবা আমায় রাষ্ট্র দেখালো 
তুমি আমার প্রিয়া
নববর্ষ সবার জন্য , সুখে দুঃখে আমরা ।

45.

Boishakhi Consciousness

Rafiqul Islam Rafiq

Birds have trees with birds
Basil dancing with flowers in flowers.
The river is in its mind, Kulu Kulu Robe
Today Bangali is proud of its glory.
Like a tree, like a bird, its like a river
The color is in the body -
All the old ones are forgotten by forgetting all
Like the dawn of a bird, his fondness is wailing.

Today the call of the Bengali people to mind
In the year turn again the first Boishakh
Fair fair in village Ganj
The new "Panta-Hils" game has been added.

Mars hope, happiness people - if we can
In that rally, in groups - men and women
Today the new day of the new Bengali call
All the days are ray pohla boishakh
Holy year should touch this mind throughout the year
Happiness birds come away sadly away from the house.
Like a new day, I love the light of love
Let's get rid of deceptive consciousness as much as the mind ceiling.

বৈশাখী চেতনা

রফিকুল ইসলাম রফিক

পাখির সাথে আছে পাখি গাছের সাথে গাছ
বাসন্তী রং ফুলের সাথে মৌমাছিদের নাচ।
চলছে নদী আপন মনে কুলু কুলু রবে
আজ বাঙালী উজ্জীবিত আপন গৌরবে।
গাছের মতো, পাখির মতো, নদীর মতো তার
রং লেগেছে দেহমনে --আনন্দ অপার।
পুরোনো সব জীর্ণজ্বরা ভুলেই গিয়ে সব
ভোরের পাখির মতোই তার প্রমোদ কলরব।

আজ বাঙালীর মন মননে নয়া সনের ডাক
বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ।
গ্রাম গঞ্জের পাড়ায় পাড়ায় আনন্দেরই মেলা
নতুন করে যোগ হয়েছে "পান্তা-ইলিশ" খেলা।

মঙ্গল আশা, সুখ মানুষের --আনতে যদি পারি
সেই লক্ষ্যে শোভাযাত্রায়, দলে দলে-- পুরুষ এবং নারী।
নতুন দিনে আজ বাঙালীর নতুনতর ডাক
সবগুলো দিন হয় যেনো রে পহেলা বৈশাখ।
পবিত্র এই মনের ছোঁয়া থাকুক বছর জুড়ে
সুখ পাখিরা আসুক ঘরে দুঃখ পালাক দূরে।
ভালোবাসার আলো খেয়ে নতুন দিনের মতো
যাক মুছে যাক কূট চেতনা মন কালীমা যতো।

46.

Tomorrow's Satakahan

Ashraf Uddin

Chaiti burns, silent apnea
Boishakhi hoops in the morning of the alpana
Come on, O Boishakh.

The pain of the pain of disheartened pain on the altar of pain,
In the message of the blessing of Boishakh, the growing tree of the borax tree
Sit down the seeds of chestnut chestnut in Bengal.

Bowl's singing will not bury the boredom,
The fairytale role of classical Bengal will be sitting in the yard of Nabanna
The vine will be turned out in Chandravati,
Missing remembrance memorial will be celebrated by the new Diwapali
Alpana will draw your bosukhadra cave.

Forgetting the turmoil, the dark side of the sky will walk on the edge of the horizon,
Fair to join
Babysitter babies will come to eat pata
Ramna Batamulal from full-fledged Bengali
The old chest forgot old
Satakahan will be built in the port of thought.

আগামীর সাতকাহন

আশরাফ উদ্দিন

চৈতী দাহন, মৌন অপ্রাপ্তি, জলজ চোখের শোক সকল তোমার উদরে গুঁজে সফেদ বুকে
আগামীর আলপনা এঁকে বৈশাখী হাঁক
এসো হে বৈশাখ।

বেদনার বেদীতে ব্যাকুল বাহানায় বিসর্জিত ব্যথার বসন,
বৈশাখ বরণের বার্তায় বরোমাসি বৃক্ষের বাড়ন্ত বনচ্ছায়ায়
বসে বীজ বুনবে বঁধু বাংলার বর্ণিল বুকে।

বাউলের একতারায় বিরহী অন্তরা বেসুরে বাজবেনা,
নবান্নের উঠোনে বসবে চিরায়ত বাংলার রূপকথার আসর
আঙ্গিনা মুখরিত হবে চন্দ্রাবতীর উপাখ্যানে,
ঝনাৎ করে খসে পরা স্মৃতি রোমন্থন করবে নতুনের দীপাবলী
আলপনা আঁকবে তোমার বসুধা বক্ষে।

কষ্ট কালিমা ভুলে, আঁধার দলে আলোর চরণ ধরে হেঁটে যাবে দিগন্তের শেষপ্রান্তে,
মেঠো পথের বাঁকে জমবে মেলা
পাথরে মোড়ানো অনুভূতিহীন বাবুরা পান্তা খেতে আসবে 
পুরোদস্তুর বাঙালী হতে রমনার বটমূলে। 
প্রত্যয়ী বুকে পুরোনো ভুলে 
ভাবনার বন্দরে গড়বে আগামীর সাতকাহন।

47.

Bong's Iittithon

Tania Nasrin Barnali

In the year 1423 Bangla again!
We say Banga,
And india - solar calendar
Nanko is the end of Bangabadera!

Someone says Emperor Akbar,
And some say,
Independent Bengal sultans are - its convenor.
Again someone says King Shashanka or more;
The earliest known author of 'Banglaasan'

Opinion about the beginning of Bangabandhu!
King Shashanka of ancient Bengal,
606-637 introduced it.
But in the seventh century 'Bangad' or 'Banglaasan'
It was impossible to use that.

Islamic rule in India continues in the Hijri calendar;
This is a waste of cultivation in Harhmasa!
In the solar year 365 days, in the moon 354 days,
Controversy over this season and cultivation!
So in the year 1585 AD,
The introduction of Bangabandhu.

The emperor's rule period is prevalent
The lunar calendar is available in solar panes-
To transform
Emperor ascendancy time-
Since 1565 -
Did the calculation of calculations

1st day of Boishak Banga 1.
People say 'New Year'
So folk songs are universal.
From the year 1985,
In the color scheme
Let's remove dirt, error

বঙ্গাব্দের ইতিকথন

তানিয়া নাসরিন বর্ণালী

বছর ঘুরে এলোরে আবার ১৪২৩ বঙ্গাব্দ!
আমরা বলি বঙ্গাব্দ,
আর ভারতবর্ষিরা -সৌর বর্ষপঞ্জি।
বঙ্গাব্দের উৎপত্তি নিয়ে নেইকো বলার শেষ!

কেউ বলে সম্রাট আকবর,
আর কেউবা বলে-
স্বাধিন বাংলার সুলতানরা হচ্ছে - এর উদ্বাবক।
আবারো কেউ বলেন রাজা শশাঙ্ক বা আরো;
পুরানো কোনো নৃপতির কীর্তি 'বাংলাসন'।

বঙ্গাব্দের সূচনা সম্পর্কে আছে ভিন্নমত!
প্রাচীন বঙ্গদেশের রাজা শশাঙ্ক,
৬০৬-৬৩৭ করেছিলেন এর প্রবর্তন।
কিন্তুু সপ্তম শতকে 'বঙ্গাব্দ' বা 'বাংলাসন'-
ব্যবহার ছিল যে অসম্ভব।

ভারতে ইসলামী শাসন চলত হিজরি পঞ্জিকায়;
এই নিয়ে হরহামেশায় চাষাবাদে লাগত গন্ডগোল!
সৌরবৎসর ৩৬৫ দিনে, চন্দ্র ৩৫৪ দিনে,
এই নিয়ে হত বিবাদ মৌসুম আর চাষাবাদে!
তাইতো আকবর ১৫৮৫ খ্রিস্টাব্দে,
করেন বঙ্গাব্দের প্রবর্তন।

সম্রাটের শাসন সময়ের প্রচলিত
চান্দ্র পঞ্জিকাকে সৌর পঞ্জিকায়-
করেন রুপান্তর।
সম্রাটের সিংহাসনে আরোহনের সময়- 
১৫৬৫ সাল থেকে -
করেন গণনার প্রচলন।

১লা বৈশাখ বঙ্গাব্দের ১ম দিন।
'নববর্ষ ' বলে লোকে,
তাইতো লোকউৎসব সর্বজনীন। 
বর্ষবরণ করি ১৯৮৫ থেকে,
বর্ণিল আয়োজনে।
মুছে যাক গ্লানি, ত্রুটি -বিচ্যুতি 

48.

Boishakh consciously

When the country was burnt to the heart of Chaitra, the burning heat of the heat of the city, burning the city in the thirsty city, the sorrowful heart of a thirsty city called Boishakh, Boishakh

Shawladhara pond like boiling water of boiling water,
The drying of the fish in the dry water,
Khaan khan roddur chachi burns on the ground and wailing,
Thirst
Come on, O Boishakh, come on the windstorm,
Come on the clouds of the clouds
Give it to the corners of the cloud.

Rudrashosha Boishakh is in the dance drama breaking the pulse, the house is in the house
Bringing new invoices to the threshold of the widow.

Do not know why this hurricane does not bother
Ankle of blood,
It seems that there are no boishakhi seeds in the tubers of blood flesh,
This fencing is cultivated in four alleys of the heart,
This happens due to the sudden blinking of a black duck in the chest, suddenly there is a wild duck.

I've been walking the world for a long time, walking in the middle age, I can walk on the night,
I have seen how much of the water of the swimfree swimmer, I am avoiding the target of the hunter. The innocent life like a bay fish hidden in the mud under the river,
Yet sometimes the jeep jumped up and out of the shallow water rui katarla
Boishakhi luxury or a piper singer?

On the streets, anti-tyrannical hands are often repeated by Nur Hossain, Nur Hossain
Then the heart of the deep heart listening to the earthquake for the democracy.

Shock nose pierced by swirling zombies
Rape of rape
In the unfolding sunshine, when the sunam vibrations in the suburbs of Puri, the fate of the society that broke out after being thrown out of the mouth and the purpose of the unrighteousness is the motive of a stalk hatred.

The only name in the chest of the chest is like a punk
That name is Boishakh, the name of the stream like the blowing stream, in the name of the thunderstorm, it is called Boishakh

Open the capacities of the brain and see that in the vanguard of love, decoy, kam, passion and enthusiasm as well as sitting in the house, he has settled in the house.

Besahak is a conscious guard of the illusory valleys in the luminous valleys of the Bengalee, and the city of Nisarga

চেতনায় বৈশাখ

চৈত্রের খরতাপে যখন দেশ পুড়ে, উত্তাপের পারদের চরমাংকে নগর জ্বলে, পিপাসার্ত নগরে পানির হাহাকার, যন্ত্রণাকাতর ঘর্মাক্ত হৃদয় বলে উঠে বৈশাখ, বৈশাখ।

শ্যাওলাধরা পুকুর যেন ফুটন্ত কড়াইয়ের জল অবশেষ, 
তলা শুকনো জলাশয়ে মাছের রোদন, 
খাঁ খাঁ রোদ্দুরে চৌচির পোড়া মাঠ-ঘাটে কিষাণের হাহাকার, 
তৃষ্ণার্থ চাতকের আকুতি 
এসো হে বৈশাখ, এসো হে ঝঞ্ঝাবায়ু, 
এসো মেঘের পাহাড় 
ঈশান কোণে দাও মেঘের কলপ।

রুদ্ররোষে আসে বৈশাখ প্রলয় নৃত্যে ডাল-পালা ভাঙ্গে, উড়ে ঘর দোর 
আনে নতুনের আবাহন করে নিঃশেষ বেদনা বিধুর।

হৃদয় তোলপাড় করা এই ঝঞ্ঝাবায়ু জানি না কেন
রক্তে বাজায় দহনের নূপুর,
মনে হয় রক্ত মাংশ অস্তিত্বের কন্দরে পোঁতা আছে কোন বৈশাখী বীজ, 
হৃদয়ের চার অলিন্দে এই ঝঞ্জাবায়ুর চাষ হয়, 
ঘটে কৃষ্ণচুড়া, শিমুল, জারুল, সোনালু ফুলের মণিকাঞ্চন যোগ, এ জন্যই বুকের ভেতর হঠাৎ হঠাৎ পাখা ঝাপটায় কোন এক বুনো হাঁস।

এ পৃথিবীতে হেঁটেছি অনেকদিন, এই মধ্য বয়সেও হেঁটে হেঁটে পার করছি রাত্রি দিন, 
কত কিছুই তো দেখলাম, কত কাদা পানি সাঁতরে দক্ষ শিকারীর অভেদ্য ফলার নিশানা এড়িয়ে যাপন করছি নদীর গহীন তলে কাদায় লুকানো বাইন মাছের মতো নিরীহ জীবন, 
তারপরও মাঝে মাঝে ভেতেরটা লাফিয়ে উঠে অগভীর জলের রুই কাতলার মতোন
এ সব বৈশাখী বিলাস নাকি কোন বংশীবাদকের সম্মোহন?

রাজপথে স্বৈরাচার বিরোধী মুষ্ঠিবদ্ধ হাত যখন বার বার নুর হোসেন, নুর হোসেন বলে কাঁপিয়ে তুলে নীল কন্ঠ এই বাংলাদেশ 
তখন গনতন্ত্রের জন্য ভুকম্পনের দুলুনি শোনে এই গহন হৃদয়।

শকুনির ঝাঁকের নখের আঘাতে ছিন্নভিন্ন
ধর্ষিতার তনুমন 
অব্যক্ত রোদনে যখন পাতাল পুরীতে তুলে সুনামীর স্পন্দন তখন মুখ থেকে বেরিয়ে পড়ে ভেঙ্গে পড়া সমাজের মিথ্যার বেসাতিদের উদ্দেশ্য এক দলা ঘৃণার নিষ্ঠীবন।

বুকের মাঝে একটাই নাম খজ্ঞরের মতো বাজে 
সে নাম বৈশাখ, অনল প্রবাহের মতো যে নাম হৃদয়ে ঝড় তুলে বাজায় ঝংকার সান্ত্বনার ভাষায়, সে নাম বৈশাখ।

মগজের কপাট খুলে দেখো যে প্রকোষ্টে প্রেম, ত্রুোধ, কাম, আবেগ- উচ্ছাস পড়শীর মতো পাশাপাশি বসে করে সে ঘরেই বসত গড়েছে উজ্জীবনী বৈশাখ।

বৈশাখ বাঙ্গালীর চেতনায় ভাস্বর, আলোকময় উপত্যকার এক উৎকর্ণ প্রহরী-দুর করে নিসর্গ নিরালোক ।

49.

Dowry

Shilu Zaman

Forget about old ones,
New puff,
Joy of life,
Sajai Dali,
As the light of light,
Let the time pass,
With corrupt minds,
No work done,
In one hand,
Rakhi hand,
Who saddens sorrow,
Hug the happiness,
Do not make mistakes,
On the way,
Cutting time,
Read books,
At no retirement,
In the new consciousness,
Awesome mind,
However,
Our betting

পণ

শিলু জামান

পুরনো সব ভুলে,
নতুনেরে তুলি,
জীবনের জয়োগানে,
সাজাই ডালি,
আলোর দিশারী হয়ে,
সময় যাক বয়ে,
কলুষিত মন নিয়ে,
করিনা কোন কাজ,
একে অপরের হাতে,
রাখি যেনো হাত,
দুঃখ কে করি বিসর্জন,
সুখ কে করে আলিঙ্গন,
ভুল যেনো না করি,
চলারই পথে,
কাটাই সময়, 
বই পড়ে,
কোন অবসরে,
নব চেতনায়,
জাগুক মন,
এই হোক,
আমাদের পণ।

50.

Boishakh Bring It to You

 Ruksana Haque
-
When you come again, boshech, sprinkle color
Have you brought a new story?
I was standing on the same footing as before
I spent waiting on your way back and forth.
-
I hid in the darkness of Baul evening
Oomam river is a dream of a perennial bhajahina,
Do you know that the body was found after the body
The fairytale is now full of pain in the courtyard?
-
Every year you have two hands
Looking for the new day's story, in the shade of redhaloo,
I keep the wax full of scurry
Panta hilsa onion paste onion cloves
-
Stuck in new clothes and stand on the way
To hear something new, you have a new day,
But woe to the one who wins the worst
Buy the fatigue of the pancreas in the dark sky.
-
Every year in the red glance
What is the color of hatred falls, so what do you bring?
Cubic velor flares
Tainted homeland of my blood bought?
-
Bosehee bring some rhythm
Kudhifota is a dream girl of the dream of a bird
Take your mother's handpout
In the Meghalachayas of the Grain Cages, the pain of sorrow
-
I'll stand for thousand years
Palash wings of a rough woman without a bath,
You come with Boscheh and bring it together
Tears of tears are tune in the sand on this sand roof

বোশেখ তুমি নিয়ে এসো 

 রুকসানা হক 
-
বোশেখ তুমি আবার এলে রঙ ছিটিয়ে 
নুতন গল্প এনেছো কি এবার কিছু আমার তরে ?
আমি তো সেই আগের মতই ঠায় দাঁড়িয়ে
তোমার পথে অপেক্ষাতে কাটিয়ে দিলাম ঘুরে ফিরে ।
-
বাউল সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে আমি 
উদোম নদীর বেশুমার এক স্বপ্ন বেচি লজ্জাহীনা ,
জানো তুমি লাশের পরে লাশ জমেছে 
রূপকথা সব হারিয়ে এখন ব্যথায় ভরা এ আঙিনা ?
প্রতিবছর তোমার কাছে দু'হাত পাতি 
নতুন দিনের গল্প খুঁজি লালহলুদের রঙের ছায়ায় ,
কোঁচড় ভরে মোম জ্বালিয়ে রাখি আমি 
পান্তা ইলিশ লংকা পেঁয়াজ সাজিয়ে রাখি মাটির থালায় ।
-
নতুন কাপড় জড়িয়ে গায়ে পথে দাঁড়াই 
নতুন কিছু শুনবো বলে তোমার কাছে নতুন দিনে ,
কিন্তু যে হায় একসমুদ্র দুঃখ বেচি 
অন্ধকারের আকাশ জুড়ে পানকৌড়িটার ক্লান্তি কিনে । 
-
প্রতিবছর শতেক তনুর লালচোখেতে 
ঘৃণার যে রঙ উপছে পড়ে তাই কি নিয়ে এলে তুমি ?
বিষগন্ধে যে ঘনবাতাস ঘূর্ণি ওড়ায় 
কলঙ্কিত করে আমার রক্তে কেনা স্বদেশভুমি ?
-
বোশেখ এবার নিয়ে এসো ছন্দ কিছু 
কুঁড়িফোটা এক বালিকার স্বপ্নভরা পাখিরবাসা মনমাতানো 
নিয়ে এসো মায়ের হাতের হাতপাখাটা 
শস্যকাঁথার মেঘালছায়ায় বেদনভরা দুখ কাটানো ।
-
হাজার বছর ধরে আমি দাঁড়িয়ে রবো 
স্নানবিহীন এক রুক্ষ নারী পলাশ ডানার আর্তনাদে ,
বোশেখ তুমি তুমি নিয়ে এসো একতারাটা 
অশ্রুজলের দাগ মুছিয়ে সুর তুলুক এই বালির ছাদে ।

Read our article on Pohela Boishakh Celebration here


No comments

Powered by Blogger.